Friday, May 24, 2013

Adobe Photoshop এর মাধ্যমে আপনার ছবিতে সুন্দর একটি ইফেক্ট যোগ করুন (একদম সোজা)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে ফটোশপে ছবিকে ডিজাইন করা যায় সে নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক,
প্রথমে ফটোশপ চালু করুন তারপর আপনার যে কোন ছবি ওপেন করুন, নিচে আমি একটি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।01
তারপর Toolbar থেকে Eliptical Marquee tool select করুন।
02
এবার ওপেন করা ছবির নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন Eliptical Marquee টুল দিয়ে।
03
এখন মেনুবার থেকে Select > Modify > Feather ক্লিক করুন অথবা
কিবোর্ড থেকে (Shift+F6) চাপুন। তাহলে একটি ফেদার সিলেকশন বক্স আসবে এখানে 10 অথবা আপনার পছন্ত মত মান দিয়ে Ok করুন।
04
এবার টুলবার থেকে Background এর কালার পরিবর্তন করুন। আমি Black সিলেক্ট করেছি আপনারা ছবি অনুযায়ী যে কোন কালার সিলেক্ট করতে পারেন।
06
আবার মেনুবারে থেকে Select > Inverse ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত সিলেকশন হবে।
07
এবার কিবোর্ড থেকে Alt key চেপে ধরে Delete press করুন, তাহলে আপনার ছবিটি নিচের মত হবে।
11
পরিশেষে File>Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে আপনার ছবি।

No comments:

Post a Comment