Wednesday, May 29, 2013

আপনার উইন্ডোজ ৭ আর এক্সপি কে করে ফেলুন উইন্ডোজ ৮ ।



আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আমার অনেকেই উইন্ডোজ ৭ ব্যবহার করি কিন্তু ইছে থাকালেও নানা কারনে আমারা অনেকে এখুন উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারছি না  তাই আজ আমারা একটু চেষ্টা করবো উইন্ডোজ ৮ ইন্সটল না করেও কিছুটা হলেও তার স্বাদ নিতে । তো চলুন Windows 8 Transformation Pack ব্যবহার করে নিজের উইন্ডোজ ৭ কে করে ফেলি উইন্ডোজ ৮ , সফটওয়্যার টি ডাউনলোড করতে নীচে যান ।    

* মিডিয়া ফায়ার লিঙ্ক থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
* সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল করে নিন । এটি একটি সফটওয়্যার তাই রিমুভ করলে আবারও আপনার উইন্ডোজ ৭ এ ফিরে যেতে পারবেন তাই এটি ইন্সটল করতে কোন ভয়নেই । সফটওয়্যার টি আমি উইন্ডোজ ৭ এ ব্যবহার করছি এক্সপি তে করিনি , কিন্তু আপনারা করে দেখতে পারেন । 
2013-05-29_152320
* তাহলে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কিছু নিয়ে । আর আমার এই পোস্ট টি আপনাদের ভাল লাগলে একটি মন্তব্য করে জানাবেন । আল্লা হাফেজ ।
===========================
পোস্ট টি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে । 
=========================================
* আমার ব্লগ আর আমার একটি ফেসবুক আছে সময় পেলে ঘুরে আসুন এখান থেকে 

নিয়ে নিন মজাদার ৫০টি Flash গেম ।


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের জন্য নিয়ে এলাম মজাদার ৫০টি  Flash গেম । Flash গেম এর অনেক সুবিধা আছে । এতে install এর জামেলা থাকেনা । কম্পিউটার এ ভারি ভারি মেশিন লাগেনা  । খুব সহজেই উপভোগ করা যায় মজার মজার গেম । এতে সুন্দর সাউন্ডও হবে । আজ আর বেশি কথা বলব না চলুন দেখে আসি কি ভাবে খেলবেন এই মজাদার Flash গেম ।
নিচের এই ছবিতে ৫০টি গেমের নাম ও ছবি দেখতে পাবেন ।50 game

  1. ডাউনলোড কৃত ফাইলটি WinRAR দিয়ে ওপেন করুন ।
  2. সফটওয়্যার টিতে ডাবল ক্লিক করুন ।
  3. উপরের ছবির মতন আপনার ৫০ টি গেমের তালিকা দেখতে পাবেন ।
  4. আপনার যেই গেমটা পছন্দ হবে সেটার উপর ক্লিক করুন ।
  5. প্রথমে ছোট স্কিন আসবে । ফুল স্কিন করে নিন ।
  6. আর উপভোগ করুন মজার মজার গেমছ ।
গেম গুলোর নাম লিখলাম না । আপনারা ডাউনলোড করে খেলতে শুরু করুন। আমার এখানে ১৬ ও ২৭ নং গেমটা সব চাইতে ভাল লেগেছে ।   আর এখনের  ৬ নং গেম Break It টা একবার হলেও খেইলেন  Windows xp ,Windows 7 এ গেম গুলো চলবে । কোন সমস্যা হলে জানাবেন

ডাউনলোড করতে নিচের ছবিতে চাপুন↓27MBnew hhh

facebookicon-1
সময় পেলে এই পেজ থেকে ঘুরে আসুন,ভাল লাগলে একটা লাইক দিয়েন ।
http://facebook.com/frendguru

কয়েকটি জটিল মাল্টিমিডিয়া প্লেয়ার সবাই সংগ্রহে রাখুন

আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ্‌ রহমতে সবাই ভাল আছেন।
আজ আমি কিছু জটিল মাল্টিমিডিয়া প্লেয়ার শেয়ার করছি সবার কাছে ভালো লাগবে

DivX Plus 9.0.2 Build 1.9.0.420 Full

এই সফটওয়্যার দিয়ে আপনি AVI, MKV, MOV and MP4 video প্লে করতে পারবেন এটা  অনেক টা Windows Media Player অথবা Media Player classic এর মত জনপ্রিয়
এবং হায় কোয়ালিটির HD ভিডিও দেখতে পাবেন , অনেক সুন্দর একটি পাওয়ারফুল মাল্টিমিডিয়া সফটওয়্যার
আপনি চাইলে ভিডিও কনভার্ট করতে পারবেন । আর অনেক সুবিধা আছে এতে …। লিঙ্ক থেকে ডাউনলোড করুন

DOWNLOAD LINK 

OR

Download LINK

Splash PRO EX 1.13.2 Full

চমৎকার এই  সফটওয়্যার দিয়ে আপনি আপনি সব ধরনের ভিডিও চালাতে পারবেন । আমার কাছে প্লেয়ারটি খুব
সুন্দর লাগে :P অনেক সুন্দরী মেয়ের মত :P :P :P সিরিয়াল কি দেয়া আছে জাস্ট ডাউনলোড করুন

ডাউনলোড লিঙ্ক

অথবা

ডাউনলোড লিঙ্ক

MediaMonkey 4.1.0.1624 Beta Full

কি বলবো একে নিয়ে ????
এই প্লেয়ার দিয়ে আপনি CDs, OGG, WMA, MPC, FLAC, APE, WAV and MP3 সব ধরনের ফাইল প্লে করতে পারবেন
ফিউচার গুলো পড়ুন
Organize music and edit tags in your audio library with a powerful, intuitive interface.
Automatically lookup and tag Album Art and other metadata.
Manage 50,000+ files in your music collection without bogging down.
Play MP3s and other audio formats, and never again worry about varying volume.
Record CDs into OGG, MP3, FLAC and WMA files.
Convert MP3s, OGG, FLAC and WMA files into other formats with the Audio Converter.
Create playlists and music mixes quickly and easily to suit any occasion.
Synchronize with iPods / MP3 players effortlessly and convert tracks on-the-fly Plus much more.

 ডাউনলোড লিঙ্ক

RealPlayer 16.0.1.18 Final Full

অনেক পুরানো একটি প্লেয়ার দেখতে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর মত

Download Link

or

Download Link

CyberLink PowerDVD Ultra v12.0.2625.57

মুভি দেখার জন্য জটিল একটি প্লেয়ার হল CyberLink PowerDVD Ultra , 3D মুভি , HD মুভি এই প্লেয়ারে
আনন্দের সাথে দেখতে পারবেন
Features:    Blu-ray & Blu-ray 3D playback
AVCREC, AVCHD support
MKV, FLV, MOV, 3GPP support and more
DVD-Video/-VR/+VR Playback
Smart Media Library for Video, Photo and Music
3D video file playback
MK3D format support NEW
3D Photo support (MPO/JPS)
Photo viewing (JPG/BMP/TIFF/RAW/PNG)
And Many More

Download Link

or

Download Link

Media Player Codec Pack 4.2.5 Free

এই নিয়ে আর কিছু বলার না খুব জনপ্রিয় একটি প্লেয়ার
Size / OS: 26.3 MB / Windows 2K / XP / 2003 / Vista / 7 /8

Download link

or

Download 

Friday, May 24, 2013

ছবিকে সুন্দর করুন Photo Makeup Editor দিয়ে


বন্ধুরা আজ আপনাদের উপহার দিবো ছবিকে মহুর্তে সুন্দর করে তোলার জন্য বিকল্প এক সফট ওয়্যার যার নাম Photo Makeup Editor হা বন্ধুরা এই সফট দিয়ে আপনি যে কোন ইমেজ ফাইলকে আকর্ষনীয় ও মহোনীয় করে নিতে পারেন খুব জলদি। আমি ব্যবহার করে দেখেই তবে আপনাদের মাঝে শেয়ার করছি। Photo Makeup Editor মাত্র ৩.২৮ মেগাবাইট আপনি এই সফট ব্যবহার করতে চাইলে প্রথমে যা করতে হবে এখান থেকে ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর রার ফাইল এক্সট্রাক্ট করুন, এক্সটারক্ট করার সময় পাস ওয়ার্ড দিন zakir@ এর পর পিসিতে ইন্সটল দিন।ফাইলে সিরিয়াল কি পাবেন তা দিয়ে দিন।  ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে Photo Makeup Editor কে ওপেন করুন নিচের চিত্রের মত পাবেন এবং এর ব্যবহারবিধি দেখে নিন……………………
p1
 ১. আপনি যে ছবিটি এডিট করতে চান, তা সিলেক্ট করে নিন।
২. আপনি এখানে প্লাস্টিক সার্জারি করে নিতে পারেন ছবিতে এবং ফান ছবি তৈরিতে এই অপশন টি বেশ কাজে দিবে।
৩. এখানে বিভিন্ন অপশন পাবেন যা ছবির জন্য কাজে লাগাতে পারেন।
৪. Image এ ক্লিক দিলে আপনি এখানে ছবির অটো কন্ট্রাস্ট ও লেভেল দিয়ে ছবি এডিট করার কাজ শেষ করে নিতে পারেন।
৫. এখানে আপনি ম্যানুয়ালি বিভিন্ন অপশন টুল পাবেন যেমন- Lipstick, Eace Powder,Rough, Skin care সহ অনেক টুলস।
৬. সবশেষে আপনি এখানে ছবি এডিটের পর ছবিকে যে ফরম্যাটে সেভ করতে চান তা সিলেক্ট করে সেভ করুন।
তো বন্ধুর কেমন লাগলো এই Photo Makeup Editor কে আপনাদের মতামতের আশায় থাকলাম। ভাল থাকেবেন সবাই।
ধন্যবাদ সহ—

আপনার PC কে সাজিয়ে নিন আরও নতুন রুপে(ObjectDock 2.1) লেটেস্ট ভার্সন ব্যবহার করে ।




আসসালামু আলাইকুম,কেমন আছেন অপনারা ? আপনাদের জন্য নিয়ে এলাম  আপনার প্রিয় কম্পিউটার কে আরও নতুন রুপে সাজিয়ে  নিতে ObjectDock 2.1 । আমরা কম বেশি কম্পিউটার চালাই কিন্ত এক থিম আর কত । চোখ জালাপালা হয়ে যায় একই জিনিস দেখতে । আর তাই নিয়ে এলাম অনেক সুন্দর একটি থিম । আপনারা হয়তবা ObjectDock এর পুরনো টা ব্যবহার করে ছেন । এখন নিয়ে নিন নতুন টা ObjectDock 2.1 । আশাকরি আপনাদের অনেক ভাল লাগবে । নিচে কিছু ছবি দিলাম ।
ডাউনলোড করতে নিচের ছবিতে চাপুন ।  সাইজ 19MB ।ডাউনলোড হয়েগেলে RAR ফাইল টি WinRAR দিয়ে ওপেন করুন এবং ObjectDock 2.1 ব্যবহার শুরু করুন । কোন অসুবিধা হলে জানান ।
download_now

Adobe Photoshop এর মাধ্যমে আপনার ছবিতে সুন্দর একটি ইফেক্ট যোগ করুন (একদম সোজা)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে ফটোশপে ছবিকে ডিজাইন করা যায় সে নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক,
প্রথমে ফটোশপ চালু করুন তারপর আপনার যে কোন ছবি ওপেন করুন, নিচে আমি একটি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।01
তারপর Toolbar থেকে Eliptical Marquee tool select করুন।
02
এবার ওপেন করা ছবির নির্দিষ্ট অংশ সিলেক্ট করুন Eliptical Marquee টুল দিয়ে।
03
এখন মেনুবার থেকে Select > Modify > Feather ক্লিক করুন অথবা
কিবোর্ড থেকে (Shift+F6) চাপুন। তাহলে একটি ফেদার সিলেকশন বক্স আসবে এখানে 10 অথবা আপনার পছন্ত মত মান দিয়ে Ok করুন।
04
এবার টুলবার থেকে Background এর কালার পরিবর্তন করুন। আমি Black সিলেক্ট করেছি আপনারা ছবি অনুযায়ী যে কোন কালার সিলেক্ট করতে পারেন।
06
আবার মেনুবারে থেকে Select > Inverse ক্লিক করুন, তাহলে নিচের ছবির মত সিলেকশন হবে।
07
এবার কিবোর্ড থেকে Alt key চেপে ধরে Delete press করুন, তাহলে আপনার ছবিটি নিচের মত হবে।
11
পরিশেষে File>Save As ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন আর দেখুন কেমন হয়েছে আপনার ছবি।

ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন (একটু অন্য রকম ভাবে)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে  একটি ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয় তার নিয়ম।  তাহলে চলুন শিখে নিই কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড মুছে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড যোগ করা যায় তার নিয়ম ।
প্রথমে ফটোশপ চালুন করুন।।
তারপর যে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সে ছবি ওপেন করুন নিচে আমি একটি ছবি নিলাম আপনারা যে কোন ছবি নিতে পারেন।
01
তারপর টুলবার থেকে Background Eraser Tool select করুন, নিচের মত করে।
02
এবার Background Eraser Tool টুল অপশন থেকে পছন্দমত Brush size select করুন এবং Tolerance 27% select করুন।
03
এবার আপনার ছবি ও ব্যাকগ্রাউন্ড এর মাঝ বরাবর Eraser টি Drag করুন। দেখুন শুধুমাত্র
Background রিমুভ হবে। অন্য কিছু রিমুভ হবে না
04
উপরের একই নিয়মে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড মুছে ফেলুন।
05
এবার যে ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে চান সেটি ওপেন করুন। (File> open)
06
তারপর কিবোর্ড থেকে CTRL+A এবং CTRL+C চাপ দিন। তাহলে সম্পূর্ণ ছবিটি copy হবে।
07
এবার আমাদের মেইন ছবিতে ফিরে আসুন। তারপর paste করার জন্য কী-বোর্ড থেকে CTRL+V press করুন এবং ব্যাকগ্রাউন্ডটি বড় করার জন্য কী-বোর্ড থেকে CTRL+T একসাথে press করুন।
08
এবার Layer Palette এ যান এবং ব্যাকগ্রাউন্ড টি নিচে মাউস দিয়ে Drag করে দিন অথবা কি-বোর্ড থেকে Ctrl+Shift+} দিন। তাহলে নিচের মত ব্যাকগ্রাউন্ড উপরে উঠে যাবে।
09
পরিশেষে File>Save As ক্লিক করে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার ছবিটি।
Final
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

Wednesday, May 22, 2013

Adobe Photoshop দিয়ে আপনার শার্ট এর কালার পরিবর্তন করুন


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
কথারকথা আপনি কোথাও এক দিন এর জন্য বেড়াতে গিয়েছিলেন। আপনি অনেক জায়গাতে ঘুরলেন। কিন্তু আপনি যে সব ছবি তুলবেন সবই কিন্তু একই শার্ট পরা অবস্থায়। এটা দেখতে কেমন বেখাপ্পা লাগে। আজকের পোস্ট দেখার মাধ্যমে আপনি শার্ট এর কালার পরিবর্তন করতে পারেন।
তাহলে শুরু করা যাক
প্রথমে Adobe Photoshop ওপেন করুন। আপনার কাংক্ষিত ছবি ওপেন করুন ।
file>>open>> (কম্পিউটার এর কোথায় আপনার ছবি আসে। আমি আমার বন্ধুর ছবিটা

টুলবার থেকে pen tool সিলেক্ট করুন অথবা (কি বোর্ড থেকে P চাপুন)
নিচে দেখুন

আপনি প্রথমে পিকচার এর শুধু শার্ট টা সিলেক্ট করে নিন ( pen tool দিয়ে )
আপনি সিলেক্ট করতে না পারলে এখানে ক্লিক করে আমার আগের পোস্টটা দেখেন । এখানে কিভাবে সিলেক্ট করবেন টার বর্ণনা দেওয়া আসে ।
সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।

এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 2 দিন ok নিচে দেখুন
এবার উপরের মেনু বার এ image>>adjustment>>hue/saturation এ ক্লিক করুন অথবা (ctrl + U) চাপুন। তাহলে একটা box আসবে, সেখানে (edit লেখা) একটা কালার সিলেক্ট করার একটা অপশন দেখবেন। সেখান থেকে master কালার সিলেক্ট করুন।
Hue কমে আর বাড়িয়ে শার্ট এর কালার পরিবর্তন করুন । saturation কমে আর বাড়িয়ে শার্ট এর উজ্জলতা পরিবর্তন করুন । lightness কমে আর বাড়িয়ে শার্ট গাড় বা হালকা করুন । এভাবে শার্ট এর কালার পরিবর্তন করুন আপনার ইচ্ছা মত ।

ফাইনালি আমার বন্ধুর ছবিটা এরকম হয়েছে। আপনার টা আরও সুন্দর হবে আশা করি।
কোন প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভাল থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।

ছবির নির্দিষ্ট অংশ কে high-light করুণ Adobe photoshop দিয়ে


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
দামি ক্যামেরা দিয়ে ছবি তুললে , সহজেই ছবির নির্দিষ্ট অংশ কে হাই লাইট বা focus করা যায়। কিন্তু নরমাল বা ডিজিটাল মোবাইল ক্যামেরায় ছবি তোলার সময় এই সুবিধা পাওয়া যায় না। ফলে সম্পূর্ণ ছবি একই থাকে। কিন্তু আপনার যদি নির্দিষ্ট অংশ কে হাই লাইট করার দরকার হয় তাহলে কি করবেন। Adobe photoshop থাকতে চিন্তার কোন কারন আছে বলে মনে হয় না। তাহলে চলুন আজকে দেখি কিভাবে Adobe photoshop দিয়ে ছবির নির্দিষ্ট অংশ কে high-light বা focus করা যায়।
প্রথমে যে ছবিতে কাজ করতে চান সেটা ওপেন করুন । — file —> open— > আপনার কাংক্ষিত ছবি সিলেক্ট করুন। আমি আমার ছবিটা নিলাম।

এখন tools থেকে polygonal lasso tool সিলেক্ট করুন। নিচে দেখুন

তারপর যে অংশ হাইলাইট করতে চান সে অংশ সিলেক্ট করুন. সিলেক্ট করা ভুল হলে কি বোর্ড থেকে Delete কি চাপেন
সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।
এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে Feather Radius 5 দিন ok নিচে দেখুন

আবার উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর inverse এ ক্লিক করুন ।

এখন ছবিটি বাইরের দিকে সিলেক্ট হবে। নিচের চিত্রের মত।

এখন মেনুবার এর filter–> blur—> gaussian blur এ ক্লিক করুন, নিচে দেখুন

তারপরে একটা উইন্ডো আসবে এখানে আপনার পছন্দ মত Radius ঠিক করে নিয়ে ok দিন।

ফাইনালি আমার ছবিটা এরকম হয়েছে। আপনার টা আরও সুন্দর হবে আশা করি।


টিউনটি ভালো লাগলে আমার ব্লগে ঘুরে আসতে পারেন