Tuesday, July 16, 2013

কোথায় কি পাসওয়ার্ড দিয়েছেন মনে থাকছে না!!!!!! এটা তাদের জন্য !!!! না দেখলে চরম মিস!!!

সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন । আশা করি ভাল আছেন । এটা আমার প্রথম পোষ্ট । জানি না কেমন হবে। ভুল হলে ক্ষমা করবেন। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। তো শুরু করা যাক । আমরা অনেকে অনেক জায়গায় একাউন্ট খুলে থাকি কিন্তু সবগুলো পাসওয়ার্ড প্রথম দিকে মনে থাকলে ও কি কিছু দিন পর থাকে না। তাছাড়া এটা ইউস করলে আপনি কোথায় কোথায় একাউন্ট খুলছেন তা ও দেখতে পারবেন। আর এর কিছু সুবিধা জনক ফিচার রয়েছে ।

2013-07-17_003116
১। সব পাসওয়ার্ড অটো সেভ হবে।
২। এক ক্লিকেই লগিন হয়ে যাবে।
৩। আপনি মনে করেন অনেক গুলু ফেইসবুক একাউন্ট ইউস করেন একটা লগ আউট করার পর আপনার সব গুলু একাউন্ট শো করবে। এক ক্লিকেই লগিন হয়ে যাবে
৪। আর আপনি ছাইলেই নিজের মত করে ও পাসওয়ার্ড সেব করে রাখতে পারেন।
৫।সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যত গুলু ব্রাউসার ইউস করেন না কেন সব যায়াগায় আইডি এন্ড পাস লিখতে হবে না । জাস্ট পাসওয়ার্ড বক্স এ লগিন করলে হবে।
এটা আসলে একটা এড অন্স সকল ব্রাউসার এর জন্য প্রযোজ্য।
2013-07-17_003038
তো ডাউনলোড করে নিন এখান থেকে
আমি নতুন তাই ভুল হলে ক্ষমা করবেন।

No comments:

Post a Comment