Wednesday, July 31, 2013

যেকোনো ছবিকে কথা বলান – প্রাণহীন ছবিকে প্রাণ দিন – CrazyTalk v4.0 Media Studio এর সম্পূর্ণ টিউটোরিয়াল

CrazyTalk v4.0 Media Studio
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
আমি আজ আপনাদের CrazyTalk v4.0 Media Studio এর একটি প্রোজেক্ট করে দেখাব … যাতে আপনি একটি ছবিকে নিমিষেই কথা বলাতে পারেন ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
Download
Serial Key: 4071988301269

CrazyTalk v4.0 Media Studio
স্বাভাবিক ইন্সটল … টাই আর দেখালাম না … তাহলে চলুন শুরু করি … সফটওয়্যার
টি ওপেন করুন …

স্টেপ ১ : যে ছবিটিকে কথা বলাবেন তা বাম পাশের মেনু Import Image থেকে সিলেক্ট করুন ।
2

স্টেপ ২ : এবার Image Processing উইন্ডো খুলবে এখান থেকে ছবিটির Crop, Rotate, Color Balance ঠিক করে Next ক্লিক করুন ।
3

স্টেপ ৩ : এবার Auto-Fit Anchor Points থেকে চোখ ও ঠোট সিলেক্ট করুন (ডান পাশে উদাহরণ দেয়া আছে) এবং OK ক্লিক করুন ।
4

স্টেপ ৪ : এবার ফুলস্ক্রীন ওপেন হবে । এখন Detailed Facial Mode  (লাল চিহ্ন দেওয়া) থেকে চোখ, ঠোট এবং সম্পূর্ণ মুখটাতে পয়েন্টগুলু টেনে ঠিক করে নিন ।
5

স্টেপ ৫ : এখন Advenced Facial Settings এ ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী Eyes, Teeth, Mouth & Lips সিলেক্ট করে OK প্রেস করুন ।
6

স্টেপ ৬ : এবার ভয়েস লাগানুর পালা । এজন্য Script এ ক্লিক করুন এবং নিচের মেনুর Sound Recorder থেকে ভয়েস রেকর্ড করে দিতে পারেন অথবা Import WAV File থেকে যেকোনো সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন । (এখানে WAV File দেওয়ার জন্য যেকোনো কনভার্টার ব্যাবহার করে নিতে পারেন ।) এখানে আমি Import WAV File দিয়ে তারই কণ্ঠ সেট করে দিয়েছি ।
7

স্টেপ ৭ : এবার আমাদের এই ভিডিওটা আউটপুট করতে হবে । এখানে পাঁচটি অপশন দেওয়া আছে কিভাবে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান । Messenger, Greeting, Web, Media, Mobile । আমি Media সিলেক্ট করেছি ; Format থেকে অন্য ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন, আমি AVI File রেখেছি ; তারপর Use Full Image সিলেক্ট করে নিবেন যাতে সবটা ছবি থাকে এরপর Export বাটনে ক্লিক করুন । Save As উইন্ডো খুলবে এখানে ফাইলটির নাম এবং কোথায় সেভ করবেন সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন এবার আরও দুইটা উইন্ডো খুলবে তাতে OK প্রেস করুন । আপনার কাজ শেষ ।
8

এবার ভিডিওটি যেখানে সেভ করেছেন সেখান থেকে ওপেন করুন । দেখুন মজা … :D
এখানে আমি আমার ভাতিজির (মাহিয়া) ছবি দিয়ে আপনাদের শিখেয়েছি … ভিডিওটা দেখতে পারেন এখান থেকে ।
টিউটোরিয়ালটি একদম সহজ করে লিখেছি এবং সাথে সাথে প্রত্যেকটি স্টেপের স্ক্রীনশট দিয়েছি যাতে কারও বুঝতে অসুবিধে না হয় । তারপরও কোনো সমস্যা থাকলে মন্তব্য করুন ।

Wednesday, July 17, 2013

আসুন ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিকে অবশিষ্ট 181 দিনের জন্য লাইন্সেস করি…।

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা পোষ্ট শেয়ার করব। উপরের শিরোনাম থেকে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা করব।ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির নাম প্রায় অনেকেই শুনেছেন নতুন করে বলার কিছুই নাই। যারা ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির ট্রাইল ভার্সন ব্যবহার করতাছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। আশা করি আপনাদের ভাল লাগবে। কারো ট্রাইল মেয়াদ খুব কাছাকাছি চলে এসেছে তাদের চিন্তার কোন কারন নাই। ক্যাসপারস্কি এর লাইন্সেস এক বছরের জন্য দেয় সেইটা আমরা সবাই জানি। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর লাইন্সের বাকী আছে ১৮১ দিন। আর ১৮১ দিন এর লাইন্সেস আমি আপনাদের করে দিব। তাহলে আসুন কিভাবে করব তা জানা যাক। খুব সর্তকের সহিত পোষ্টটা পড়বেন। না হলে সম্যাসা হবে।আগে লিঙ্ক থেকে এই জিনিসটা নামিয়ে নিন মাত্র ৬ কেবি।

                                 DOWNLOAD LINK


এইবার ডাউনলোড করার পর এক্সট্রাট করে নিন পার্সওয়াড দিন”nirjon”। তারপর নিচের চিত্রের ন্যায় করুনঃ
           kas
উপরের চিত্রের ন্যায় Licensing এ কিল্ক করুন। তারপর নিচের চিত্রের ন্যায় একটা উইন্ডো অপেন হবে।
            kas4
Enter activation code এ কিল্ক করুন। তারপর নিচের চিত্রের ন্যায় একটা নতুন উইন্ডো ওপেন হবে।
            kas1
Enter activation Code এ লিখুন এই জিনিসটা”2222 2222 2222 222U”লিখুন অব্যশই নেট কানেকশন অপ রাখবেন। এইটা দেওয়ার পর আপনার কাজ আর একটু বাকী আছে। প্রথম যে ফাইলটা ডাউনলোড করেছেন তার এখন দরকার আছে আপনার। একটিভ করার পর নিচের চিত্রের ন্যায় একটা উইন্ডো ওপেন হবে।
            kas2
Browse এ কিল্ক করে যে ফাইলটা ডাউনলোড করেছেন তাতে যান গিয়ে দেখুন সাতটা ফাইল দেওয়া আছে। তার মধ্য থেকে আপনি যেকোন একটা সিলেক্ট করুন তারপর Next বাটনে প্রেস করুন। কথাটা ঠিক বুজাতে পারলাম না। আপনি ব্রাউজ বাটনে কিল্ক করার পর একটা উইন্ডো ওপেন হবে আর আপনি ডাউনলোড করা ফাইলটা যেখানে রেখেছেন সেখানে যান এবং যেকোন একটা ফাইল সিলেক্ট করুন। অব্যশই আপনার নেট কানেক্ট অপ থাকতে হবে বিশেষ সর্তক। কাজ হলে এইবার দেখুন এই রকম হবে।
            Capture
প্রথম ছিল দুই দিন আর এখন ১৮১ দিন। আশা করি আপনার খুশি এই রমজানে। যদি কোন জাগায় বুঝতে অসুবিধায় হয় কমেণ্ট করতে ভুলবেন না। পোষ্টটা অনেক বড় করে ফেলেছি চিত্র দিয়ে ভুল হলে মাফ করবেন। আমার পরিশ্রম তখনই সার্থক যখন আপনার কাজে লাগবে বা আপনার ১৮১ দিন লাইন্সেস হয়েছে। আমার জন্য দোয়া করবেন।  আবার আসব অন্য কোন এক পোষ্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় বিদায়। আল্লাহ হাভেজ।

Tuesday, July 16, 2013

কোথায় কি পাসওয়ার্ড দিয়েছেন মনে থাকছে না!!!!!! এটা তাদের জন্য !!!! না দেখলে চরম মিস!!!

সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন । আশা করি ভাল আছেন । এটা আমার প্রথম পোষ্ট । জানি না কেমন হবে। ভুল হলে ক্ষমা করবেন। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। তো শুরু করা যাক । আমরা অনেকে অনেক জায়গায় একাউন্ট খুলে থাকি কিন্তু সবগুলো পাসওয়ার্ড প্রথম দিকে মনে থাকলে ও কি কিছু দিন পর থাকে না। তাছাড়া এটা ইউস করলে আপনি কোথায় কোথায় একাউন্ট খুলছেন তা ও দেখতে পারবেন। আর এর কিছু সুবিধা জনক ফিচার রয়েছে ।

2013-07-17_003116
১। সব পাসওয়ার্ড অটো সেভ হবে।
২। এক ক্লিকেই লগিন হয়ে যাবে।
৩। আপনি মনে করেন অনেক গুলু ফেইসবুক একাউন্ট ইউস করেন একটা লগ আউট করার পর আপনার সব গুলু একাউন্ট শো করবে। এক ক্লিকেই লগিন হয়ে যাবে
৪। আর আপনি ছাইলেই নিজের মত করে ও পাসওয়ার্ড সেব করে রাখতে পারেন।
৫।সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যত গুলু ব্রাউসার ইউস করেন না কেন সব যায়াগায় আইডি এন্ড পাস লিখতে হবে না । জাস্ট পাসওয়ার্ড বক্স এ লগিন করলে হবে।
এটা আসলে একটা এড অন্স সকল ব্রাউসার এর জন্য প্রযোজ্য।
2013-07-17_003038
তো ডাউনলোড করে নিন এখান থেকে
আমি নতুন তাই ভুল হলে ক্ষমা করবেন।

কম মেগাপিক্সেল ক্যামেরায় তোলা ছবিকে একটা ভাল মানে নিয়ে আসা

Image 2
প্রযুক্তিগত সজলব্যতার কল্যানে আমাদের অনেকের সাথেই এখন মাল্টিমিডিয়া মোবাইল/স্মার্টফোন থাকে। আমরা আমাদের প্রিয় মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দী করে রাখি। কিন্তু স্বল্প সামর্থ্যজনিত কারনে হোক অথবা অন্য যে কারণে হোক আমাদের অনেকের মোবাইলের লেন্স ততটা ভাল হয়না, যে কারনে তোলা ছবিগুলো ততটা ভালো হয় না। কিন্ত তাতে কী…? আমি আজকে আপনাদেরকে একটি অনলাইনের ফটো এডিটিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনি আপনার কম মেগাপিক্সেল/রেজুলেশনের তোলা ছবিকে একটা ভাল মান দিতে পারবেন এবং সেই সাথে কম মেগাপিক্সেল ক্যামেরা থেকে কিভাবে ছবি তোলবেন তার উপর কিছু টিপস তোলে ধরব।
যেভাবে ছবি তোলবেনঃ
✎ লাইট হল ছবির প্রাণ। আপনাকে একটা ভাল লাইটের ব্যবস্থা করতে হবে, ফ্ল্যাশ থাকলে চিন্তা নেই। রাতের ছবিতে নাইট মোড অপশনটি চালু রাখবেন।
✎মোবাইলটিক বেশি নাড়াচাড়া করবেন না ,ছবি তোলার সময় ঠিকমত ফোকাস করবেন এবং চেষ্টা করবেন যতটা সম্ভব কাছ থেকে ছবি তোলা।
✎জুম যতটা সম্ভব কম ব্যবহার করবেন, জুমে অনেক সময় ছবি ফেটে যায় কিন্তু অপ্টিকাল জুম হলে ভিন্ন কথা।
✎প্রায় সব মোবাইলেই রেজুলেশন সিলেক্ট করার অপশন থাকে। সর্বোচ্চ রেজুলেশন যত তাকে সেটাই ব্যবহার করুন, আপনার তোলা ছবির প্রিন্ট
সাইজ যদি বড় রাখতে চান তাহলে রেজুলেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়।
✎মোবাইলের পিকচার ফ্রেম ব্যবহার করা থেকে বিরত থাকুন, এতে ছবির মান কমে যায়।
✎হোয়াট ব্যালেন্স নামে প্রায় মোবাইলে একটা অপশন থাকে যার কাজ হল আপনি কোন আবহাওয়াতে ছবি তুলছেন তা সিলেক্ট করে দেয়া। এটা সাধারণত অটোমেটিক এ থাকে, আপনি পরিবর্তন করে দেখুন  ভিন্ন কিছু বুঝতে পারবেন।
✎অধিকাংশ ক্যামেরা ফোনেই কিছু  মোড থাকে যেগুলো পরিবর্তন করলে ছবির কোয়ালিটির অনেক প্রার্থক্য হয় যা নিজে ব্যবহার করলেই বোঝতে পারবেন। সেরকম কিছু মোডঃ
Auto Mode : আপনি সব সময় এই মোডেই ছবি তুলেন।
Portrait : আপনি যদি কোন নির্দিষ্ট ব্যক্তি বা প্রানীর ছবি তুলেন তাহলে এই অপশনটা চালু রাখবেন। এতে ঐ  ছবিটাই সবচেয়ে প্রাধান্য পাবে যেটি আপনি তুলছেন।
Landscape : বিশাল জায়গা প্রাধান্য দিয়ে ছবি তুলতে অর্থাৎ  প্রাকৃতিক ছবি যখন তুলবেন তখন এই অপশনটা সিলেক্ট করবেন।
Sports : চলন্ত কিছুর ছবি তুলতে এটি সিলেক্ট করা হয়।
Night Mode : এটা তো সবাই জানেন, রাতের ছবি তোলতে ব্যবহার করা হয়।
ওকে, ছবি তোলা নিয়ে কথাবার্তা এই পর্যন্ত।
অনলাইনের ফটো এডিটিং :
এখন আপনার তোলা ছবিটি উপরের নিয়মে তোলা হোক অথবা অন্য যেভাবেই তোলুন না কেন ছবিটির মান ঠিক রাখতে আপনি এই সাইট থেকে ঘোরে আসতে পারেন।
এখানে Start Editing! এ ক্লিক করুন-
তাপর Upload Photo থেকে আপনার ছবিটি সিলেক্ট করুন।
এখানে আপনি বিভিন্ন ধরনের এফেক্ট, প্যাটার্ন, ফ্রেম করা সহ ছবির মাঝে টাইপ করার জন্য বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করতে পারবেন উপরের ছবির মত। সেই সাথে ক্রপ, রিসাইজ করা সহ অনেক অপশন আছে, এক কথায় আপনি ফটোশপে খুব দক্ষ না হয়েও অনেক ভাল মানের কাজ করে ফেলতে পারবেন।
আজ এই পর্যন্ত, এটা আমার দ্বিতীয় পোস্ট। তাই কোথাও ভুল হলে সংসুধোন করে দিবেন প্লিজ।
সবাইকে ধন্যবাদ।

Thursday, July 11, 2013

এ সপ্তাহের তরতাজা ফ্রি KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর লাইসেন্স কী(key)।(পর্ব 6)

Snap1প্রথমে আমাদের সবার প্রিয় পিসিহেল্পলাইনবিডি এর সম্মানিত পাঠকবৃন্দদের সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আচ্ছালামুআলাইকুম ।আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং আপনাদের মঙ্গল কামনা করে আজকের পোষ্টটি শুরু করছি । বিগত অনেক কয়বার KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর লাইসেন্স ফ্রি দিয়েছি । আমি আজ আপনাদের জন্য আবার ও ফ্রি KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর লাইসেন্স কী নিয়ে হাজির হলাম । আজকের পোষ্টে আমি বেশি কিছু বলব না, কারণ আজ যা বলার ছিল তা আমি অনেক আগে বলেছি এবং বারবার বলেছি । তারপর ও নতুনদের জন্য কিছু বলার থেকে যায় । কারণ তারা একটু দূর্বল ঠিক আমার মত (হি হি হি) ।
এবার সংক্ষেপে কিছু বলি, আর যারা সংক্ষেপে বুঝতে পারবেন না তারা আমার পূর্বের KASPERSKY এর সমন্ধে শুধু গুরুত্বপুর্ণ পোষ্ট গুলি পড়ে নিবেন । তাহলে সব কিছু বুঝে যাবেন (পূর্বের শুধু গুরুত্বপুর্ণ পোষ্ট গুলোর লিঙ্ক নিচে দেয়া হলো, পড়ে নিবেন)। KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর ফ্রি লাইসেন্স ওয়ালারা ভাল সার্ভিস পাবার আশায় যারা রেগুলার আপডেট দেন কিন্তু আপনাদের ভয় হয় যদি লাইসেন্স ব্লক করে তাহলেই সর্বনাশ আর এইটা ভাববেন এটাই স্বাভাবিক কারণ ফ্রি লাইসেন্স দিয়ে এক্টিভেট করলে কিছু দিন পরপর লাইসেন্স ডিলিট করে নতুন লাইসেন্স দিয়ে এক্টিভেট করতে হবে তাছাড়া তো আপনার লাইসেন্স ব্লক হবেই । আর ব্লক হলেই বা কি ? পুরাতন লাইসেন্স টিকে ডিলিট মারেন এবং নতুন লাইসেন্স দিয়ে আবার এক্টিভেট করে নিন । ব্যাস ঝামেলা শেষ । আর যদি আপনি আপনার KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর আপডেট না দেন, তাহলে আর লাইসেন্স ব্লক হবার কোন সম্ভাবনা নাই । উদাহরণ সরূপ বলা যায়, আপনি যদি নিয়মিত খাবার খান তাহলে আপনার শরীর ও সাস্থ্য এবং মন ভাল থাকবে । অপরদিকে নিয়মিত খাবার না খেলে আপনার শরীর ও সাস্থ্য এবং মন ভাল থাকবে দূর্বল ও খারাপ হয়ে পড়বে । তেমনি আপনার উচিত আপনার KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS এর কার্য ক্ষমতা বা শক্তি বাড়ানোর জন্য এবং ভাল সার্ভিস পাবার জন্য রেগুলার আপডেট দেয়া । কথা এখানেই শেষ নয়, বুঝাতে গেলে চির-জীবন বুঝায়ে শেষ করা সম্ভব নয় । তাই নিজে বুঝে নিলে ২ মিনিটে বুঝা যায় । তাই অনেক ভাল বুঝতে হলে দয়া করে আমার পূর্বের KASPERSKY এর সমন্ধে পূর্বের সকল পর্ব ভিত্তিক গুরুত্বপুর্ণ পোষ্ট গুলো পড়ে নিন । তাহলে এবার এ সপ্তাহের নতুন তরতাজা ফ্রি লাইসেন্স গুলো নিয়ে নিন ।
%% এখন আপনার করণীয় কাজ সমূহ %%
# প্রথমে লাইসেন্স এর Rar file/folder ডাউনলোড করে নিন । CLICK HERE FOR DOWNLOAD http://www.mediafire.com/?gvvhbee3d9jiu2b
## লাইসেন্স এর Rar file/folder টি winrar/winzip দিয়ে Extract করুন ।
@@ এবার KASPERSKY INTERNET SECURITY and ANTI VIRUS টি ফ্রি লাইসেন্স দিয়ে এক্টিভেট করে নিন নিয়ম অনুসারে । @@
আমার পূর্বের শুধু গুরুত্বপুর্ণ পোষ্ট গুলো পড়ে নিতে নিচের লিঙ্কে ক্লিক দিন ।
https://www.pchelplinebd.com/archives/author/sabuj4u
শেষ কথা : আমার ফেইসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক দিন http://www.facebook.com/grandhelper
আমার ব্লগ থেকে ঘুরে আসতে চাইলে এখানে ক্লিক দিন http://www.grandhelper.blogspot.com

আপনার ব্লগার ব্লগের জন্য নিন কিছু অসাধারন Animated Flying Twitter Widget

আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আজকে আমি আপনাদের কিছু অসধারন Animated Flying Twitter Widget  উপহার দেবো । আশাকরি আপনাদের খুব ভাল লাগবে এবং আপনাদের ব্লগকে করে তুলবে আরও সুন্দর । ওয়েডগেট গুল দেখতে ক্যামন হবে তা দেখতে নীচের ডেমো বটনে ক্লিক করুন বা এখানে ক্লিক করুন । 

JJNDFJK

* ওয়েডগেট টি কিভাবে আপনার ব্লগে যুক্ত করবেন তা সব কিছু নীচে লক্ষ করুন ঃ—–>>>>>>

* প্রথমে আপনার ব্লগার ব্লগ ওপেন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Layout এ ক্লিক করে Add a Gadget এ ক্লিক করুন তারপর HTML/JavaScript এ ক্লিক করুন । নীচের চিত্রে দেখুন ।



* এবার Title ঘর ফাকা রেখে Content বক্সে নীচের যে কোন একটি কোড কপি করে পেস্ট করুন । নীচের চিত্র দেখুন । 


=======================================================
****—-কোড গুল সব নীচে—-****
=======================================================

১)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-triple-flap.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips, Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>২)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-orange-man.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips, Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://www.Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>৩)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-kama-humaha.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips,Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://www.Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>৪)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-red-howk.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips,Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://www.Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>
৫)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-arow-plain.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips,Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://www.Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>৬)
<script type=”text/javascript” src=”https://dl.dropbox.com/u/80100102/kotlians/widget/7-flying-twitter-bird/kotlians.blogspot.com-triple-flap.js”></script><script type=”text/javascript”>
var twitterAccount = “Asobondhu“;
var tweetThisText = “blogger tips,Asobondhu.blogspot.com http://Asobondhu.blogspot.com”;
tripleflapInit();
</script><noscript><span style=”font-size:11px;”>Flying Twitter Bird Widget By <a href=”http://www.Asobondhu.blogsopt.com”>Asobondhu.blogsopt.com</a></span></noscript>
* উপরের যেটি আপনার পছন্দ সেই কোডটি উপরের নিয়ম অনুযায়ী বসিয়ে দিন শুধু লাল রঙে যে  Asobondhu সেটি  মুছে আপনার Twitter url টি বসান । 
@@@@@@@@@@@@@@@@@@@@@
* পোস্ট টি আমার দ্বারা পূর্বে প্রকাশিত এখানে । 
@@@@@@@@@@@@@@@@@@@@@
* আশকরি আপনাদের বুজতে কোন সউবিধা হয়নি । আর যদি কোন রকম সমস্যার সম্মুখীন হন তাহলে তো আমি আছি । শুধু একটি মন্তব্য করে জানাবেন । তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে । আল্লা হাফেজ । 

ফটোশপ এর মাধ্যমে এবার আপনি আপনার সাদাকালো ছবিকে একটু খানি রঙয়ের ছোঁয়া দিন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
Photo Shope New
আমরা বিভিন্ন পত্র-পত্রিকা বা ব্লগ/ওয়েব সাইটে কিছু ছবি দেখতে পাই যে ছবির কিছু অংশ সাদা কালো আর কিছু অংশ রঙ্গিন, আমি প্রথমে মনে করে ছিলাম এটা অনেক কঠিন কাজ পরে নিজে নিজেই ট্রাই করে দেখলাম এত সহজ কাজ আর হয় নাকি,
তা চিন্তা করলাম আমি জানলে তো হবে না আমার টেকটিউনসের বন্ধুরা তো জানতে হবে, সে আশায় আজকের টিউন করা, তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব।
প্রথমে ফটোশপ চালু করুন…
এবার Menubar থেকে File> Open কমান্ড দিয়ে যে কোন একটি ছবি নিন…
01
এবার Layer প্যালেটের উপর রাইট বাটন ক্লিক করে Duplicate লেয়ার এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Ctrl+J চাপ দিন তাহলে ছবির এইটি লেয়ার তৈরি হবে। নিচে দেখুন।
03
এবার আমাদের Duplicate লেয়ার কে সাদাকালো করতে হলে Image> Adjustments>
Desaturate ক্লিক করুন।
04
তাহলে আমাদের ছবিটা সাদা কালো পরিণত হবে নিচের মত করে।
08
এবার লেয়ার প্যালেটের নিচে Add Layer Mask এ ক্লিক করুন নিচের মত করে।
05
এবার টুলবারের Foreground Color কালো এবং Backrground Color সাদা সিলেক্ট করুন তারপর ব্রাশ টুল সিলেক্ট করুন, নিচের মত করে।
06
এবার নিজের ইচ্ছামত ব্রাশ সাইজ বাড়িয়ে নিন তারপর ছবির যেটুকু রঙ্গিন করতে চান সেটুকু মাউস দিয়ে ঘষুন আমার মত করে।
07
ফাইনাল আউটফুট দেখতে হলে File>Save As> ক্লিক করে যে কোন একটি নামে সেভ করে রাখুন, আর দেখুন কেমন হয়েছে আপনার কাজ করা ছবিটি।
Final

Sunday, July 7, 2013

নিয়ে নিন কয়েকটি সুন্দর ফটোশপ ইফেক্ট

আছছালামুআলাইকুম । আপনারা সবাই কেমন আছেন । আজ আপনাদের কাছে নিয়ে আসছি ফটোশপের ফাটাফাটি চোখ ধাধানো কিছু টেক্সট ইফেক্ট টিউটোরিয়াল । যারা গ্রাফিক্স এর কাজ করে আশা করি তাদের খুব কাজে লাগবে । তবে গুগলে খোজ করলে এরকম অনেক টিউটোরিয়াল পাওয়া যাবে । কিন্তু যারা এতটা যানেনা তাদের জন্য আমার এই টিউন টি কাজে লাগবে
তবে শুরু করা যাক
১. ফটোশপ গ্রাস টেক্সট ইফেক্ট
08-01_grass_effect-300x136
২. লাইট গ্লোয়িং টেক্সট ইফেক্ট
08-02_psdtuts_layered_glowing_text-300x136
 লাইট এন্ড সেডো টেক্সট ইফেক্ট
08-03_psdtuts_shade-300x136
ট্রাসপারেন্ট গ্লাস টেক্সট ইফেক্ট
08-04_psdtuts_transparent_lettering-300x136
ফটোশপ গোল্ড টেক্সট ইফেক্ট
08-05_psdtuts_gold_lettering-300x136
৬. ফটোশপ বরফ টেক্সট ইফেক্ট
08-06_psdtuts_ice_effect-300x136

ফটোশপ ফায়ার টেক্সট ইফেক্ট
08-07_psdtuts_fire_effect-300x136
ফটোশপ বাবল টেক্সট ইফেক্ট
08-18_tutorial9_bubble-300x136

ফটোশপ স্প্রে পেন্ট টেক্সট ইফেক্ট
08-21_psdlearning_spraypaint-300x136

পোস্টটি কেমন হয়েছে আমাকে জানাবেন। আপনরারা সবাই ভালো থাকবেন ।

Wednesday, July 3, 2013

অ্যাভাস্ট ইন্টারনেট সিকিউরিটি ২০১৪ সাল পর্যন্ত লাইসেন্স !!

Avast-Internet-Security-7-Licence-Crack-up-to-2050অনেক অ্যান্টিভাইরাস আছে যা ফ্রী । তাতে ভালো কাজ দেয় না । আবার ইন্টারনেট সিকিউরিটি ১ মাস এর বেশি ফ্রীও পাওয়া যায় না । আবার এগুলো টাকা দিয়ে কিনতে গেলেও অনেক টাকা দরকার । তাই আপনাদের জন্য পৃথিবীর অত্যন্ত জনপ্রিয় ইন্টারনেট সিকিউরিটি অ্যাভাস্ট একদম ফ্রীতে ২০১৪ সাল পর্যন্ত । এর জন্য যা করবেন । প্রথমে ট্রাইল টা ডাউনলোড করে ইন্সটল দিন । তারপর সাবস্ক্রিপ্সন ট্যাব থেকে লাইসেন্স ফাইল টা ডাউনলোড করে , এক্সাট করে অ্যাড করুন । অথবা , ইন্সটল করার সময়ও লাইসেন্স ফাইল টা অ্যাড করতে পারেন ।