আমরা অনেকেই আছি ইউটিউবের ভক্ত, ব্রাউসার ওপেন না করেই যদি ইউটিউবের ভিডিও দেখায় যায় দারুণ হবে তো!!
এই দারুণ কাজটা যে সফটওয়্যার করবে, তার নাম YTube player!!
ইউটিউবের ভিডিও দেখতে আপনাকে এখন আর ব্রাউসার ওপেন করতে হবেনা, ডাউনলোড করতে হবেনা, সরাসরি ডেক্সটপ থেকে দেখবেন, তবে বাফারিং একটু তো হবেই!
কি করবেন দেখে নিন>>
Step 01►এখান থেকে প্লেয়ারটা ডাউনলোড করে ইন্সটল করুন।
আপনি ইচ্ছে করলেই আপনার বন্ধুদের সাথে আপনার প্লেলিস্ট শেয়ার করতে পারবেন, তবে এর জন্য সিম্পল একটা কাজ করতে হবে। নাম ও একটা পাসওয়ার্ড দিবেন, শেষ!
Nota Bene>>যাদের সাথে শেয়ার করবেন তাদের ও এই প্লেয়ার থাকতে হবে।।
আরে কাজ তো শেষ ই, আর কি বলবো?? এবার এঞ্জয় করেন, নিচের ছবির মত ইন্টারফেস পাবেন, একটু ঘাঁটাঘাঁটি করলেই সব বুঝে যাবেন।।
কেমন লাগলো এই ছোট্ট টিপটা?? ভালো লাগলে শেয়ার করবেন, অনেকেই হয়তো জানেনা এই ফিচার সম্পর্কে!!আমার এই সফটওয়্যার এর শুধু এই দিকটাই ভালো লেগেছে, কষ্ট করে ব্রাউসার ওপেন করতে হবেনা! আপনাদের হয়তো অন্যান্য ফিচার ভালো লাগতে পারে! ভালো থাকুন।
No comments:
Post a Comment