Wednesday, January 9, 2013

পোর্টেবল সফট এর মেগা কালেকশান

আজ আমি আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করতে চাই।
আমার শখ হল ইন্টারনেট ব্রাওজিং।  আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম পোর্টেবল সফট এর প্লাটফর্ম । পোর্টেবল সফট এর কি কাজ তা নতুন করে আপনাদের না বললেও চলবে। কারন আপনারা সবাই বিষয় টা জানেন । তাই বিস্তারিত বললাম না শুধু স্কিন সর্ট দিলাম । দেখে নিবেন
কেমন লাগেশুধু ইন্সটল করুন আর মজা দেখুন
ইন্সটল করাও খুব সোজা।  প্রথমে  ডাউনলড করুন। তার পর ডাউনলড করা ফাইল টার উপর ডাবল ক্লিক করুন এবং আপনার কাঙ্খিত লোকেশন দেখিয়ে দিন। এবং শেষে উক্ত ফল্ডার থেকে সর্ট কার্ট টি ডেস্কটপে রাখুন। সর্ট কার্টে ডাবল ক্লিক করলে

219 300x145 পোর্টেবল সফট এর মেগা কালেকশান


সফটি চালু হবে। কিছু সময় আপেক্ষা করুন। সফটি নেট থেকে বিভিন্ন সফটের পোর্টেবল ভার্শন এর লোকেশন আপনাকে দেখাবে । এখন আপনার যে যে সফটি দরকার সেটি ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করে ফিনিশ করুন।
সফটির দাউনলোড লিঙ্ক টি নিচে দেওয়া হোল
http://portableapps.com/download

No comments:

Post a Comment