Sunday, January 13, 2013

Software টি ব্যবহার না করলে জানতেই পারবেননা যে desktop কে এত সুন্দর করে সাজানো যায়।

আশাকরি সকলে ভালো আছেন আর নিজের Computer টিকেও সুন্দর করে সাজিয়ে রেখেছেন। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনি আপনার Computer টিকে কিভাবে আরও সুন্দর করে সাজাবেন। সবকিছু হাতের নাগালে রেখে দ্রুত এবং দক্ষতার সাথে Computer টিকে ব্যবহার করবেন।

আমরা যারা Desktop কে Interactive করে তুলেছি বিভিন্ন ধরনের Software দিয়ে। তাদের উদ্দেশ্যে বলি অন্তত এক বারের জন্য হলেও এই Software টি ব্যবহার করুন। তাহলে দেখবেন যে আর অন্য কোন Desktop Design করার Software গুলোর কথা মনেও পরবেনা।
আর যারা এখন এই ধরনের Software গুলোর ব্যবহার করেননি তাদের জন্য তো এটি ব্যবহার করা অপরিহার্য বলে মনেকরি।
এই Software টির সবচেয়ে বড় সুবিধা হল এটি Operate করা খুবই সহজ। এবং আপনি ইচ্ছা করলেই এইটিকে show এবং hide উভয় ভাবেই রাখতে পারবেন। চলুন দেরি না করে এখনই Software টা Download kকরে নেই। আর অবশ্যই মনে রাখবেন এটি একটি Software এবং সিরিয়াল কী জেনারেটর. *৩মেগাবাইট
ডাউনলোড করতে নিচের ছবিটি ক্লিক করুণ।



সিরিয়াল কী জেনারেটরঃ http://downloads.ziddu.com/downloadfile/18223674/IconToy-GeneratorKey.rar.html

Thursday, January 10, 2013

নিয়ে নিন Avast লাইসেন্স ২০৩৮ সাল পর্যন্ত (১০০% Working)

বন্ধুরা আপনার প্রিয় এন্টি-ভাইরাস কোনটি? আপনাদের ব্যাপারে জানিনা তবে আমার সবসময় প্রিয় এভাস্ট। কারন আমি প্রায় সবরকম
এন্টি ভাইরাস ই ব্যবহার করেছি। করার পর এই সিদ্ধান্তে উপনিত হলাম যে এভাস্ট ই সেরা। এটি পিসির গতিকে কোনরকম বাধা সৃষ্টি করেনা,
সবচেয়ে কম র‍্যাম শেয়ার করে, হ্যাকারদের হ্যাকিং এক্সেস প্রতিরোধ করে, ইন্সট্যান্ট মেসেজিং এ সুরক্ষা দেয়, কোন ওয়েব এড্রেস এ প্রবেশ করার
আগে তা যাচাই করে ইত্যাদি সুবিধা দেয়। নিচের ছবিটি দেখুনঃ
সবচেয়ে বড় কথা এরা সব ইউজারদের জন্যই ফ্রী ভার্শন রিলিজ করেছে। তাই দেরি না করে এটি
ডাউনলোড করুন এখনি।

এভাস্ট ডাউনলোড লিঙ্ক



আর লাইসেন্স নিয়ে চিন্তা ? নো প্রবলেম আমার সংগ্রহে আছে ২০৩৮ সাল পর্যন্ত লাইসেন্স।

লাইসেন্স ডাউনলোড

আমি এইমাত্র এক্টিভ করলাম প্রুব দেখুন।
নিয়মাবলীঃ
১. প্রথমে অন্য কোন এন্টি-ভাইরাস থাকলে তা আন-ইন্সটল করুন
২. ডাউনলোড করা Avast Anti-Virus টি ইন্সটল করুন
৩. ইন্সটল হওয়ার পর এভাস্ট এ ক্লিক করে মূল মেনু থেকে Maintenance এ ক্লিক করুন
৪. Registration এ ক্লিক করে একেবারে নিচে Offline Registration থেকে Insert Licence key তে ক্লিক করে লাইসেন্স কী টি পেস্ট করে দিন ব্যস কাজ শেষ এবার আপনি নাকে প্রান সরিষার তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমান ২০৩৮ সাল পর্যন্ত।
Facebook a Amar 1Ta Group Ache Join korle upokrito
hoben

Youtube ডাউনলোড নিয়ে সমস্যা??? IDM দিয়েও ডাউনলোড করতে পারছেন না???

Youtube ডাউনলোড নিয়ে সমস্যা??? IDM দিয়েও ডাউনলোড করতে পারছেন না??? আহারে খুবই দুঃখের কথা... আর দুঃখ না করে এবার থেকে ১০০% ডাউনলোড হবে YOUTUBE এর সব ভিডিও... নাহ IDM না... আমি একটি সফটওয়্যার দিচ্ছি... এটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন YOUTUBE এর যেকোনো ভিডিও।

ডাউনলোড লিংক--- http://links.andaji.com/45
Youtube ডাউনলোড নিয়ে সমস্যা??? IDM দিয়েও ডাউনলোড করতে পারছেন না??? আহারে খুবই দুঃখের কথা... আর দুঃখ না করে এবার থেকে ১০০% ডাউনলোড হবে YOUTUBE এর সব ভিডিও... নাহ IDM না... আমি একটি সফটওয়্যার দিচ্ছি... এটা দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন YOUTUBE এর যেকোনো ভিডিও। 

ডাউনলোড লিংক--- http://links.andaji.com/45

আরও সফটওয়্যার পেতে দেখুন-- @[513406758698850:274:Softcrisp.com]

Wednesday, January 9, 2013

প্রফেশনাল ডিজে সফটওয়্যার Atomix Virtual DJ Pro v5.0.7

মাঝেমাঝে আমার খালি ডিজে হতে  ইচ্ছে করে । যে কোন নরমাল গানকে  ডিজে করে   মারাক্তক কাহিল অবস্থা  করে ফিলি । বিট দিয়ে মাথা করে ফেলি  হাং   তারপর আম্মার বকা , কান টানও খাই  তারপরও গান ছাড়া চলতে পারি না । ডিজে করতে আমি এই সফটওয়্যারটি বেশি ব্যাবহার করি আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রফেশনাল ডিজে সফটওয়্যার Atomix Virtual DJ Pro v5.0.7 । জটিল একটা সফটওয়্যারডাউনলোড করুন ২৩ মেগাইবাইট অনলি !!! ফুল ভার্শন ~~~এটি একটি ডিজে মিক্সিং সফটওয়্যার। বিভিন্ন গান মিক্স করে গানে ভিন্ন রকম স্বাদ আনতে পারবেন । এখানে অসংখ্য সাউন্ড ইফেক্ট প্লাগ আছে  ইন্সটল করে আপনি যে কোন গানে আরো ইফেক্ট যোগ করতে পারবেন। আমার জানা মতে আমাদের ব্লগে এই নিয়ে কোন পোস্ট ছিল না , তাই আজ আমি  শেয়ার করলাম 
18561 পোর্টেবল সফটওয়্যার এর ভূবনে আপনাকে স্বাগতম !!!!

পোর্টেবল সফট এর মেগা কালেকশান

আজ আমি আপনাদের সাথে নতুন একটি জিনিস শেয়ার করতে চাই।
আমার শখ হল ইন্টারনেট ব্রাওজিং।  আর ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম পোর্টেবল সফট এর প্লাটফর্ম । পোর্টেবল সফট এর কি কাজ তা নতুন করে আপনাদের না বললেও চলবে। কারন আপনারা সবাই বিষয় টা জানেন । তাই বিস্তারিত বললাম না শুধু স্কিন সর্ট দিলাম । দেখে নিবেন
কেমন লাগেশুধু ইন্সটল করুন আর মজা দেখুন
ইন্সটল করাও খুব সোজা।  প্রথমে  ডাউনলড করুন। তার পর ডাউনলড করা ফাইল টার উপর ডাবল ক্লিক করুন এবং আপনার কাঙ্খিত লোকেশন দেখিয়ে দিন। এবং শেষে উক্ত ফল্ডার থেকে সর্ট কার্ট টি ডেস্কটপে রাখুন। সর্ট কার্টে ডাবল ক্লিক করলে

219 300x145 পোর্টেবল সফট এর মেগা কালেকশান


সফটি চালু হবে। কিছু সময় আপেক্ষা করুন। সফটি নেট থেকে বিভিন্ন সফটের পোর্টেবল ভার্শন এর লোকেশন আপনাকে দেখাবে । এখন আপনার যে যে সফটি দরকার সেটি ক্লিক করে নেক্সট নেক্সট ক্লিক করে ফিনিশ করুন।
সফটির দাউনলোড লিঙ্ক টি নিচে দেওয়া হোল
http://portableapps.com/download

Tuesday, January 8, 2013

এবার সময়মত আযান শুনুন আপনার কম্পিউটার / মোবাইলে




সালাম নিবেন সবাই । আশা করি সবাই ভাল আছেন ।
আপনাদের জন্য একটি দরকারি সফটওয়্যার নিয়ে এলাম ।
এই সফটওয়্যার দিয়ে সময়মত আযান শুনতে পাবেন আপনার কম্পিউটার / মোবাইলে ।
আশা করি  সারা বছর এবং  পুরো রমজান জুড়ে সফটওয়্যারটি আপনাদের উপকারে আসবে।

যা করতে হবে :
প্রথমে এখানে ক্লিক করে Athan Basic ফাইলটি ডাউনলোড করে, ইন্সটল করে নিন ।(অফিসিয়াল সাইট  )
আপনার মোবাইলের জন্য এখানে ক্লিক করে Mobile Athan Basic ফাইলটি ডাউনলোড করে নিন ।
আপনার মোবাইলে সফটওয়ারটি চলবে কি না, জানতে এখানে ক্লিক করে লিস্ট দেখে নিতে পারেন ।

ঝামেলা ছাড়া সরাসরি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন । (পিসির জন্য)

এবার সফটওয়্যারটি ওপেন করুন এবং সেটিংস্‌ -এ যেয়ে আপনার সময় , জায়গা , আযানের ধরন ইত্যাদি নির্ধারণ করে দিন।
আপনার কাজ শেষ। এখন থেকে সময় মত আযান শুনতে পাবেন ।
কারো কোন অভিযোগ / সমস্যা থাকলে জানাবেন ।
ধন্যবাদ সবাইকে ।

Monday, January 7, 2013

আসুন আপনার PC এর ফোল্ডার এর বেকগ্রাউন্ডে Image দিই

আসসালামুয়ালাইকুম,
এটা আমার প্রথম পোস্ট, কোন ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি ।
আসুন আপনার PC এর ফোল্ডার এর বেকগ্রাউন্ডে Image দিই
অনেকে জানেন আবার অনেকে হয়ত জানেন না । ফোল্ডার এর Background তো Normally সাদা রঙের , কিন্তু আপনি চাইলে আপনার পিসির ওই সাদা অংশে আপনার পছন্দ মত ছবি সেট করতে পারবেন । এটি করতে অনেকেই CODE ব্যাবহার করে
কিন্তু আমি ব্যাবহার করব ২৪KB এর একটি ছোট সফটওয়্যার । এটি ব্যাবহার করা CODE এর চাইতে সহজ ।
ScreenS
Zip ফাইলটি ডাউনলোড  করুন।
DOWnload It Now
১. ডাউনলোড করে Unzip করুন
২. যে ফোল্ডার এ ছবি সেট করবেন ওই ফোল্ডার এ সফটওয়্যার টি COPY করুন
৩. ওপেন করুন , Choose background picture এ টিক দিন ।
৪. NEXT এ ক্লিক করে উপরে Browse অপশন থেকে আপনি আপনার পছন্দ মত Drive থেকে ছবি Select করে
NEXT > FINISH এ ক্লিক করুন । ফোল্ডার থেকে বের হয়ে আবার ফোল্ডার এ ঢুকুন অথবা Refresh করুন ।
Enjoy !!!!!!!!!
সবাইকে ধন্যবাদ ।

নীল-সাদা বর্ডারের ফেসবুক ব্যবহার করতে একঘেয়ে লাগছে? পাল্টে নিন আপনার ফেসবুকের রঙ আপনার ইচ্ছেমত!

শুভেচ্ছা সবাইকে! কেমন আছেন? আশা করি ভালোই! অনেকদিন পর লিখতে বসলাম। :)
আমরা যারা টিউনারপেজের নিয়মিত পাঠক তারা প্রায় সবাই ই ফেসবুক ব্যবহার করি। বাংলাদেশে এখন সম্ভবত ৯৬ লক্ষ ফেসবুক ব্যবহারকারী আছে। www.facebook.com এই সাইটটিতে ক্লিক করলেই নীল সাদা বর্ডারের একটি ওয়েবসাইট আমরা দেখতে পাই। কারণ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একজন বর্ণান্ধ! তার দেখার সুবিধার্থেই ফেসবুকের রঙ নীল আর সাদা দিয়ে বানানো হয়েছে।
জুকারবার্গ বর্নান্ধ বলে কি আমাদের কে ও এই একই রঙের ফেসবুক ব্যবহার করতে হবে?? নীল-সাদা রঙের এই ফেসবুক ব্যবহার করতে করতে নিশ্চয়ই সবাই একঘেয়ে অনুভব করছেন? যদি তাই হয়, তাহলে আর দেরী কেন? চলুন পাল্টে নেয়া যাক আপনার ফেসবুকের ওই একঘেয়ে নীল-সাদা থিমটি! ;)
ফেসবুকের নীল-সাদা থিম পাল্টানোর জন্য আপনাকে আপনার ব্রাউজারে একটি ছোট্ট এক্সটেনশন যোগ করতে হবে। তার জন্য প্রথমে এই সাইটে প্রবেশ করুন। তারপর সেখানে দেখবেন নিচের ছবির মত একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Facebook Themes লেখাটিতে ক্লিক করুন।


দেখবেন নিচের ছবির মত অনেকগুলো থিমের লিস্ট আপনার সামনে আসবে। সেখান থেকে দেখে আপনার পছন্দের থিমটি সিলেক্ট করুন।


থিম সিলেক্ট করার পর নতুন পেজ ওপেন হবে এবং সেখানে আপনার ব্রাউজারের জন্য “Stylish” নামের ছোট্ট একটি এক্সটেনশন ইন্সটল করতে বলা হবে। এক্সটেনশনটি ইন্সটল করুন। ইন্সটল শেষ হলে আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে ফেসবুকে লগইন করুন। দেখবেন নীল-সাদা ফেসবুকের পরিবর্তে আপনার পছন্দের রঙে ফেসবুক দেখা যাচ্ছে! :D
নিচে সুবিধার জন্য আমি আমার ফেসবুকের থিমের একটি স্ক্রীণশট দিলাম। দেখে নিন! :)


উল্লেখ্য, এই সাইটে আপনি শুধু ফেসবুক নয়, গুগল ক্রোম, ফায়ারফক্সেরও বিভিন্ন থিম পাবেন। শুধু মাত্র আগের নিয়মে এক্সটেনশন ইন্সটল করলেই পাল্টে যাবে আপনার ব্রাউজারের থিম! :)

বিঃ দ্রঃ এই থিমগুলো কেবলমাত্র গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্সের জন্য প্রযোজ্য।

আজকের টিউন কেমন লাগলো?? আশা করি ভালো, মন্তব্যে জানাবেন। উপরের নিয়মে পাল্টে দিন আপনার ফেসবুকের থিম আর তাক লাগিয়ে আপনার আশেপাশের মানুষকে নতুন ফেসবুক ব্যবহার করে! :D :D
আজ এই পর্যন্তই! সামনে আবার নতুন কিছু নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই তথ্য প্রযুক্তির সঙ্গেই থাকুন! :)
সবাইকে ধন্যবাদ! :) :)

এবার খুব সহজেই “Windows 7″ এ ফোল্ডার ব্যাকগ্রাউন্ডে,আপনার পছন্দের ছবি দিন মাত্র ২৬৭কেবি এর একটি সফটওয়্যারের দ্বারা (না দেখলে মিস)………

কেমন আছেন সবাই ?আবারো আপনাদের সামনে হাজির হলাম একটি দরকারী সফটওয়্যার নিয়ে ।আশা করি যারা ফোল্ডার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে জানেন না
তাদের জন্য সফটওয়্যারটি অনেক কাজে আসবে । সফটওয়্যার টির নাম “Windows 7 Folder Background changer” .এটি Windows 7 এর জন্য ।
হয়তবা XP,Vista তেও কাজ করতে পারে ।কিন্তু এটি আমি Windows 7 এ চালাতে সক্ষম হয়েছি । এই সফটওয়্যারটির দ্বারা আপনি সহজেই আপনার পিসির
ফোল্ডার ব্যাকগ্রাঊন্ডে আপনার পছন্দের ছবি দিতে পারবেন । যদিও বিভিন্ন রকম কোড ব্যাবহার করে ফোল্ডার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়,কিন্তু এটি দিয়ে
আপনি আরো সহজে এই কাজটি করতে পারবেন ।ব্যাবহারও একদম সহজ ।
প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন ।
তারপর আপনার পিসির যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন সে ফোল্ডারে আপনার পছন্দের ছবিটি নিয়ে রাখুন ।
এখন বাকি কাজ সফটওয়্যারের ।
ডাউনলোডকৃত সফটওয়্যারটির উপর মাউসের রাইট বাটন এ ক্লিক করে সফটওয়্যারটি Run as Administrator দিয়ে ওপেন করুন ।
W7FBC By Salman Mahdi™
ওপেন করার পর নিচের ছবির মত আসবে ।
W7FBC By Salman Mahdi™
সফটওয়্যার টি ওপেন হলে Folder Location লেখাটির কাছে Browse লেখাটিতে ক্লিক করুন ।
এরপর যে ফোল্ডার টির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান,সেই ফোল্ডার টি সিলেক্ট করুন ।এরপর Change Background Image এ ক্লিক করে যে ফোল্ডারে
আপনি ছবিটি রেখেছিলেন সে ফোল্ডার টি Browse করে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করুন ।
এবার আপনার ফোল্ডার ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করার কাজ শেষ । এখন যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন করবেন সে ফোল্ডারের লেখার কালার
যদি পরিবর্তন করতে চান তাহলে Text Colour লেখাটিতে ক্লিক করে পছন্দমত কালার সিলেক্ট করুন ।
এখন যদি এই ফোল্ডারের ভিতরের প্রত্যেকটি ফোল্ডারের ছবি হিসেবে,যদি এই ছবিটিই সেট করতে চান,তাহলে Apply To Sub Folders লেখাটিতে ক্লিক বা মার্ক করুন ।
আপনার মিশন কমপ্লিট :) এবার সফটওয়্যারটি ক্লোজ করে দিন ।তারপর যে ফোল্ডারের ছবি পরিবর্তন করলেন সে ফোল্ডারে যান ।আশা করি আপনার ফোল্ডার
ব্যাকগ্রাউন্ড ইমেজ অবশ্যই পরিবর্তন হয়েছে ।এবার আপনি যে ছবিটি ফোল্ডার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরিবর্তন করেছেন সে ছবিটি চাইলে ফোল্ডারটিতে হিডেনও করে
রাখতে পারেন । মনে রাখবেন ——ছবিটি আপনি ডিলেট করবেন না ।এতে আপনার পরিবর্তনকৃ্ত ব্যাকগ্রাউন্ড ইমেজ টি নষ্ট হয়ে যাবে । এখন আপনি যদি
আবার পরিবর্তনকৃ্ত ফোল্ডারের ছবিটি মুছে দিতে চান ।তাহলে সফটওয়্যারটি ওপেন করে Folder Location এ Browse করে যে ফোল্ডারের ইমেজ পরিবর্তন
করলেন,সে ফোল্ডার টি সিলেক্ট করে Remove Background Image এ ক্লিক করুন ।এতে আপনার পরিবর্তনকৃ্ত ছবিটি মুছে যাবে ।
এখন পর্যন্তও যদি কারো সমস্যা থাকে তাহলে স্ক্রিনশটসহ নিচের টিউটোরিয়াল টি দেখতে পারেন ।
মনে করুন,আমি ‘ C ‘ ড্রাইভের ফোল্ডার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব,তাহলে যে ছবিটি আমি ফোল্ডার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরিবর্তন করতে চাই ,সে ছবিটি ‘ C ‘ ড্রাইভে নিয়ে রাখলাম ।
W7FBC By Salman Mahdi™
এরপর সফটওয়্যারটি ওপেন করে Folder Location এ Browse এ ক্লিক করে ‘ C ‘ ড্রাইভ টি সিলেক্ট করলাম ।
W7FBC By Salman Mahdi™
এবার Change Background Image এ ক্লিক করে ‘ C ‘ ড্রাইভে একটু আগে যে ছবিটি রাখলাম সেটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করলাম ।
W7FBC By Salman Mahdi™
নিচের ছবি তে দেখুন আমার ‘ C ‘ ড্রাইভের ফোল্ডার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে :)
W7FBC By Salman Mahdi™
এখন যদি আমি আমার ‘C’ড্রাইভের প্রত্যেকটি ফোল্ডারের ছবি হিসেবে এই ছবিটিই পরিবর্তন করতে চাই তাহলে Apply To Sub Folders এ ক্লিক করলেই হবে ।
W7FBC By Salman Mahdi™
নিচে দেখুন এতে আমার ‘ C ‘ ড্রাইভের প্রত্যেকটি ফোল্ডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে উক্ত ছবিটি সেট হয়ে গেছে ।
W7FBC By Salman Mahdi™
আশা করি এবার আপনাদের আর কোনো সমস্যা হবে না ।তারপরেও কোনো সমস্যায় আমাকে ফেইসবুকে ম্যাসেজ দিতে পারেন ।

এবার VIDEO EDIT করুন Wondershare Video Editior Ultimate V5.4.7.4 দিয়ে(MEDIAFIRE DOWNLOAD)

আমরা প্রায় সবাই মোটামুটি Video Edit করতে পছন্দ করি। Video Edit করার জন্য আমরা নানা ধরনের Software ব্যাবহার করি। এবার আমার দেওয়া Software টি Use করে দেখেন আশা করি ভালো লাগবে ।Wondershare Video Edior দিয়ে আপনারা সহজেই Video Editing করতে পারবেন। Video Editing এর জন্য যত Tools আছে তার প্রায় সমস্তই এর মধ্যে পাবেন। আপনি ইচ্ছা করলে Hollywood এর Movie এর মত বিভিন্ন  Video Effect ,Motion, Audio, Photo যোগ করতে পারবেন আপনার Video তে । আরো মজার ব্যাপার হলো এই Software এর মাধ্যমে আপনি আপনার Edit করা Video সরাসরি Youtube এ Upload করতে পারবেন।এমনকি আপনি বিভিন্ন Portable Device Like Iphone, Ipad, Ipod তেও Video Share করতে পারবেন।আপনার Edit করা Video টি DVD তে Burn করার কজটিও এই Software এর কাজ।
এখন মনের মত করে video Editi করুন আর সবার সাথে Share করুন।

Some Features Of Wondershare Video Editior Ultimate:-

- Support all SD and HD videos, including WMV, AVI, MP4, FLV, MOV, MKV, MTS, etc. You can also capture videos directly with a video capture device or add videos from camcorders and other external hard drives directly. New
- Add background music to your videos to add more flavor. All regular audio formats like MP3, WMA, WAV, M4A, AAC, AC3, OGG, etc. are supported.
- Import photos like BMP, JPG, PNG, GIF, etc. and create home movies with photos and videos combined.
- Edit and personalize videos/photos/audios with video editing features like trim, crop, rotate, set fade in & fade out, adjust duration, etc.
- Add stylish captions on your videos and photos with customizable font, color, etc. to for better video meaning conveying.
- Bring your movie to the next level instantly with professional and creative filter effects. 30+ filters are ready for your videos and photos. New
- Add transition effects between two clips and apply motion effects to photos so as to achieve a natural and smooth transition.
- Get optimized videos for playback on your portable devices like iPhone, iPad, PSP, iPod, Wii, Zune, etc.
- Save edited videos to local hard drive for further use in a variety of video formats.
- Directly upload your video creation to YouTube for sharing with more people by filling in necessary information.
- Burn videos to DVD discs or save as DVD folder or ISO image files to preserve videos in a better way.
ভালো লাগলে Comments করে জানাবেন।

এবার, মাউস হিসাবে কাজ করবে আপনার নিজের মাথা 100% সত্য।

আশা করি সবাই বিন্দাস আছেন, কোনও কারন বসত যদি না থাকেন, ১০০% গ্যারেন্টী দিচ্ছি, এটা ব্যাবহার করলে হয়ে যাবেন। মাত্র ১২.৪৩ MB-র দ্বারা আপনার মাথা কে-ই বানিয়ে ফেলুন আপনার কম্পিউটার-এর মাউস। আজ নেট ঘাঁটতে ঘাঁটতে এই আদ্ভুত সফটওয়্যার টি আচমকাই খুঁজে পেলাম। তাই, শেয়ার না করে থাকতে পারলাম না। : ) এবার আমার স্টাইলে দেখে নিন Software টির Details:
Name: Camera mouse 2012
Size: ১২.৪৩ MB
License: Freeware (অর্থাৎ লাইসেন্স কি-এর গল্প নেই)
OS: Windows XP / Vista / 7 / 8 32-bit
Released on: 24th November, 2012
*Requirements: One computer, Electricity, & Webcam

শুধু ডাউনলোড করে ইন্সটল করে নিলেই হবে।
এবার বলি সফটওয়্যার টি কি করবে, আপনি যখন সফটওয়্যার টি ওপেন করবেন, তখন স্ক্রীন-এ আপনার ছবি ওয়েবক্যাম-এর মাধ্যমে আসবে, এরপর আপনাকে, আপনার মুখের যে কোনও অংশ সিলেক্ট করতে হবে। তারপর সফটওয়্যারটি আপনার দেখিয়ে দেওয়া স্থান কে  ক্রমাগত trace করবে, আর সেই মত মাউস পয়েন্টার-ও নড়বে। তবে মুখের একটি অংশ সিলেক্ট করার সময় নাক কে বাছলেই ভালো হয়, কেননা ওটা মোটামুটি স্ক্রীন-এর মাঝে থাকে, তাই স্ক্রীন ছেড়ে বেরিয়ে যাওয়ার সম্ভবনা কমে যাবে।
আর কয়েকটি কথা বলি, সফটওয়্যার টি প্রচণ্ড সংবেদনশীল, তাই শুরু করার সময়ের জন্য কিছু সেটিংস্‌ recommend করছি, যাতে আপনাদের ব্যাবহার করতে সুবিধা হয়।

প্রথমে, Settings থেকে “Clicking” ট্যাব-এর সব কটি box-এ tick মেরে দিন।
চিত্রঃ 
এর পর “Control” tab-এও সব box-এ tick দিন।
চিত্রঃ

এরপর “Gains”-এর দুটো option-এই “very low” select করুন।
চিত্রঃ

এরপর “Misc.” tab থেকে প্রথম option টি কে Extreme করুন।
চিত্রঃ

এরপর Alt+D press করে OK করে দিন।
ব্যাস কাজ শেষ।
এরপর আরামে ব্যাবহার করুন।
এখানে DIRECT ডাউনলোড লিংক দেওয়া আছে  , তাই দ্রুত ডাউনলোড

Download Link

A Powerful Software for a slow Computer


A Powerful Software for a slow Computer
আমাদের শরীর খারাপ করলে যেমন ডাক্তার এর কাছে যেতে হয় , ঠিক তেমনই কম্পিউটার খারাপ হলে ঠিক করাতে হয়।
Software টি computer এর Health ভালো রাখে। এটি আমি সবাইকে Free তে দিলাম with serial key.
আমরা এখন computer যুগে বাস করি। এখন আমাদের ধ্যান জ্ঞান computer, তাই আমারা কম্পিউটার ছাড়া চলতে পারি না। ‘পৃথিবীটা নাকি ছোট ছোট হতে হতে ……………… রুমে রাখা বোকা বাস্কতে বন্ধি’ । Facebook থেকে গেম , পড়াশুনা থেকে খেলাধুলা সবেতেই আছে কম্পিউটার। কিন্তু যদি কম্পিউটার যদি slow হয়ে যায়, তাহলে মাথাটা কেমন খারাপ হয়? আমি একটি Software দেবো যা কম্পিউটার কে ফাস্ট করবে।
এটি কম্পিউটার এর গতি কে slow না করে বাড়ায়। খুব ছোট Software। আমি free দিচ্ছি বলে ভাববেন না এর কিছু কজা নেই, আমি নিজে ব্যবহার করি, আর অনেক উপকার পেয়েছি।
উপকারিতা – Duplicate file delete করে, temp file, prefetch file delete করে, hard disk কে ভালো রাখে। আরও অনেক কিছু………………। এক কথায় All in One

PC Health Advisor
• Windows registry cleanup
• Process optimization
• Disk space utilization
• Privacy
• Security
• Startup speed
• File management
• Up-to-date hardware drivers
• Defragmentation
• Removal of unwanted browser add-ons
• Restore point management
Download Link – Click Here
কিভাবে install করবো?
1. Once the Welcome to the PC Health Advisor Setup window appears, click Next to proceed.
2. Click I Agree to the End User License Agreement.
3. Select Default (recommended) for the type of install, then click Next.
4. Click Install to begin the full installation of PC Health Advisor.
How to activate?
After INSTALL PC HEALTH
COPY N REPLACE PCHA
C >> PROGRAM FILES >> Paretologic >>> PCHA [paste here patch file]
REGISTER WITH SERIAL
এটি আর একটি ভালো কাজ করে। যেমন আমাদের কম্পিউটার এ অনেক গান ছবি থাকে । আবার একই ফাইল দু বার তিন বার থেকে থাকে, এটি সেগুলি খুঁজে বার করতে পারে, এবং তা delete করে দিতে পারে। ব্যবহার করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে।

আপনার পিসির ডেক্সটপ কে বানিয়ে নিন রিয়েল ডেস্ক !! (৮ এমবি) updated download link


আমি চাইতাম আমার ডেক্সটপ অন্য সবার চেয়ে আলাদা হোক । অনেক খোঁজা-খুঁজির
পর একটি মনের মত সফটওয়্যার পেলাম জাতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব।
সফটওয়্যারটির নাম Real Desktop
এর মাধ্যমে আপনার ডেক্সটপ হয়ে যাবে সত্যিকারের ডেস্ক!!!
স্ক্রীনশট গুলো দেখলেই বুজতে পারবেন কিভাবে
Real-Desktop_1
গ্রাফিস্ক আরও অসাধারন । ডেস্ক থাকবে একটি বাস্কেট ( recycle bin ) । ফাইল ওই বাস্কেট এ ফেললে তা ডিলিট হয়ে যাবে । এছাড়া আছে সাউন্ড ইফেক্ট ।
আপনাদের সুবিধার জন্য কোন এডিএফ.লাই লিঙ্ক না দিয়ে ডিরেক্ট লিঙ্ক দিলাম ।
ডাউনলোড (৮ এমবি) করতে
- এই লিঙ্ক এ যান http://www.softbuz.com/en/windows/desktop/other/real-desktop/#.UM-RA5h-Ips
তারপর download mirror 2/3 এ ক্লিক করুন ।
তাহলেই ডাউনলোড শুরু হবে ।
কোন সমস্যা হলে কমেন্ট এ জানাবেন । অথবা ফেসবুক ঃ facebook.com/frendguru পোস্ট এ ভুল ত্রুটি হলে দুঃখিত :)। ভাল লাগ্লে কমেন্ট এ জানাবেন ।
Real-Desktop_3

Saturday, January 5, 2013

খুব সহজেই Windows 7 এর Logon Background Change করি

আসচ্ছালামু আলাইকুম,
আমার আজকের টিউনে আপনাদের সবাই কে স্বাগতম।
এটি আমার দ্বিতীয় টিউন।
আমি যে টিউনটি করবো সেটি যদি আগে থেকে কেউ করে থাকেন তাহলে আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। তবে নতুনদের অনেক কাজে লাগবে।
মাইক্রোসফটের Windosw 7 এর যে logon Background আছে তা দেখে দেখে এক ঘেয়েমিতা চলে আসে। এই এক ঘেয়েমিতা দুর করতে আমরা
মাত্র ছোট একটি সফট ব্যবহার করে।
আর কথা না বাড়াই চলুন সফটওয়ার টি  ডাউনলোড করি।

এখানে ক্লিক করুন

ডাউনলোড করার পর Setup দিয়ে সফটওয়ারটি Ran করি।

Ran করার পর Choose a folder এ ক্লিক করি। এখন আপনার যে ফোল্ডারে Picture আছে । সেটি দেখিয়ে দিয়ে OK বাটনে ক্লিক করি।

এখন আপনি যে ফোল্ডার টা দেখিয়ে দিয়েছেন সেখানকার যত গুলো Picture ছিল তা সব গুলো চলে এসেছে।

এখন আপনার যে Picture টি ভাল লাগে তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর Apply this Background এ ক্লিক করলেই হয়ে যাবে।

এখন আপনার PC Restart বা Log of করে Log in করলেই দেখতে পাবেন আপনার পছন্দের Logon Background.

উপভোগ করুন আপনার সব সুন্দর Wallpaper এর Logon Background.

আর যদি সময় হয় তাহলে আমার এই ব্লগ টা ঘুরে আসতে পারেন

ভাল লাগলে বা না লাগলে মন্তব্য করবেন।

Friday, January 4, 2013

দেখে নিন কিভাবে win7 ও Xp কে windows 8 এর মত করে রুপান্তরিত করবেন।



আসসালামু আলাইকুম। সবাই কেমন ছেন আশাকরি সবাই ভাল আছেন। আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন। যাই হোক কাজের কথায় আসি। এটি একটি skin pack। এটি শুধু উইন্ডোজ ৭ , Xp Or Win 8 সাপোর্ট করে। এই থিম প্যাক সব উইন্ডোজ এ সাপোর্ট করে। এবার প্রথমে এখানে গিয়ে ডাউনলোড করবেন। তারপর যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তারা ৩২ বিট=x86 এবং ৬৪বিট=x64 ডাউনলোড করবেন। আর যাদের xp তারা xp ডাউনলোড করবেন।
যাই হোক আবার কাজের কথায় আছি এবার install কথায় আছি।ডাউনলোড হলে নিচের মত করে install করবেন। install হয়ে গেলে রিস্টাট করবেন।

আবার কেউ যদি uninstall করতে চান তাহলে নিচেরটি মত করে uninstall করবেন। :-P
আর আপনার pc এর  skin আসবে নিচের মত।


7X64: Download

7X86: Download

WinXP: Download

ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুঝব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে। তাই বলছি কমেন্ট করবেন। আগামী দিন হাজির হব নতুন কোন কিছু নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর ফুরতিতে থাকবেন।