Saturday, May 17, 2014

নিজের নামে তৈরি করুন ফেইসবুকের ইমো (সাথে আরো অনেক কিছু)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমারা অনেকেরই Facebook ফেইসবুক একাউন্ট আছে, এবং অনেক বন্ধু ও আছে অনেক সময় বন্ধুদের সাথে Chat করি। Chat করার সময় বন্ধুকে নিজের নামের ইমো পাঠিয়ে দিয়ে মজা করুন, তো এই ইমো কিভাবে তৈরি করবেন সে নিয়ম আজকে আমি আপনাদের শিখাবো।
(১) প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি বক্স আসবে।
01
এবার আপনি যে নামের ইমো তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি আমার নাম লিখলাম আপনারা যে কোন নাম লিখতে পারেন। তারপরGenerate Facebook chat/message code এ ক্লিক করুন । তাহলে আপনার নামের কিছু ইমো কোড দেখতে পাবেন এবার এ কোড গুলো ফেসবুক মেসেজ বক্স এ পেষ্ট করুন আর দেখুন মজা।
(২) লেখাকে বিভিন্ন স্টালে পরিণত করে হলে এখানে ক্লিক করুন। তাহলে একটি বক্স আসবে নিচের মত।
03
এবার যে লেখাকে স্টালে তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি Techtunes লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন। তারপর একটি স্টালে ক্লিক করুন আর দেখন কেমন হয়েছে আপনার লেখার স্টাইল।
৩) আর লেখাকে এনিমেটর করতে হলে এখানে ক্লিক করুন।
02
তাহলে একটি বক্স আসবে এবার এখান থেকে যে কোন একটি ইফেক্ট উপর একটি ক্লিক করুন। এবার Design Your Logo বক্স-এ যে লেখাকে ইফেক্ট দিতে চান লিখুন।
04
আর দেখুন কেমন হয়েছে আপনার লেখার ইফেক্ট।
পরিশেষে সেভ করে রাখুন।
05
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
পূর্বে প্রকাশিত এখানে 

ফেসবুক থেকে মন্তব্যঃ

Tuesday, March 25, 2014

সকল অ্যান্টিভাইরাসের সিরিয়াল কী / ক্র্যাক / অ্যাক্টিভেটর

2014

সকল অ্যান্টিভাইরাসের সিরিয়াল কী / ক্র্যাক / অ্যাক্টিভেটর

 frandguru


ডাউনলোড করে নিন আপনার পছন্দের অ্যান্টিভাইরাসের সিরিয়াল কী / ক্র্যাক / অ্যাক্টিভেটর 

- Avast - 

Download
Installation Instructions:
avast! Pro Antivirus, Internet Security, Premier 5 - 9 For Windows XP 1. Disable self-defense and to replace the license file at 2. For avast! 5: «C :/ Documents and Settings / All Users / Application Data / Alwil Software/Avast5" 2. For avast! 6 - 9: «C :/ Documents and Settings / All Users / Application Data / AVAST Software / Avast» 3. Enable self-defense module avast! For Windows Vista, 7, 8 1. Disable self-defense and to replace the license file at 2. For avast! 5: «C :/ ProgramData / Alwil Software/Avast5» 2. For avast! 6 - 9: «C :/ ProgramData / AVAST Software / Avast» 3. Enable self-defense module avast! avast! Free Antivirus 5 - 9 1. Click on the icon in the system tray, then select the "Subscription Information" 2. Click on "Enter License Key" at the bottom of the screen 3. Insert the key into the form field and press «ok»


- Avira - 
Download
Installation Instructions:
1. Open the window and select the menu item "Help" 2. The drop-down menu, select "License Management" 3. In the opened window look for the words "I already have a valid license file HBEDV.KEY" 4. Click on "HBEDV.KEY" 5. Show where the program is key. 6. Rejoice in the successful activation.

- Dr.Web -
Download
Installation Instructions:
1. On the taskbar in the system tray near the clock get the icon Doctor Web. 2. Click on the icon drweb right mouse button and from the menu select "Tools" the "License Manager" and click the left mouse button. 3. Displays "License Manager". In the see information about installed keys drweb. 4. In order to establish the key Dr. Web antivirus add it to the list of license manager. To do this, click on the search button and use the menu to select the desired file in the selection window.


- ESET NOD32 -
Download
Installation Instructions:
1. Open the main window of ESET NOD32 2. In the left pane, select "Updates" -> "Program activation" 3. Then select "Activate using the user name and password" 4. Enter Username (Username) and Password (Password) -> Activate 5. Then click "Update virus signature database." Important! Turning off the Early Warning System. Open the main window of ESET NOD32 -> Settings -> Go to the advanced settings ... (F5) -> Unveiling the section "Utilities" -> ESET Live Grid -> Remove the check mark from the "Participate in ESET Live Grid -> We press" OK ".


- Kaspersky -
Download
Installation Instructions:
Activation version KIS / KAV 2010 In order to be able to KIS / KAV 2010 key to activate the program you want to disable the Internet, a request for activation code, enter this AAAAA-AAAAA-AAAAA-AAAA3 and when you get an error message window will open with the button "Browse", where you can activate the software key (a key with 7.0 and 2009 (8.0) version) ... The above mentioned applies for version (KIS / KAV 2011 version of 2011 (11.0.0.232)) how to activate the assembly above this version read below. Note: If Internet Explorer is enabled "operate autonomously" (even in the case of a complete lack of connection to the Internet), this method does not work to activate the program. You must disable the offline browser.

- Norton - 
Download
Installation Instructions:


ধন্যবাদ

কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন

Thursday, January 23, 2014

সহজে WiFi নেটওয়ার্ক তৈরি করুন ল্যাপটপ/ডেস্কটপ দিয়ে

সহজে WiFi নেটওয়ার্ক তৈরি করুন ল্যাপটপ/ডেস্কটপ দিয়ে
-=-=-=-=-=-=--=-=-=-=-=-=--=-=-=-=-=-=-
আজকাল আমাদের প্রায় সবার বাসাই ল্যাপটপ ব্যবহার করা হ্য়। আবার কারো কারো বাসাই একের অধিক ল্যাপটপ আছে, আবার এখনকার WiFi সহ Letest মোবাইল ফোন ও থাকে।
আমারা যেহেতু সবাই ইন্টারনেট ব্যবহার করি তাই ইচ্ছা করলেই আমরা আমাদের ল্যাপটপের ইন্টারনেট অন্য ল্যাপটপে অথবা WiFi মোবাইল ফোনে ব্যবহার করতে পারি খুব সহজেই।
আপনার ল্যাপটপে যদি Windows 7 দেয়া থাকে তাহলে শুধু একটা Software দিয়ে আপনি খুব সহজেই আপনার ল্যাপটপকে WiFi HotSpot বানাতে পারবেন। Software টির নামConnectify ।

download link:
http://www.filefactory.com/file/5h31zfns8nh1/n/ConnectifyInstaller.exe
ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্টস করুন।

Software টি ডাউনলোড করে Install করুন। এরপর Software টি রান করুন।

Connectify ল্যাপটপ দিয়ে তৈরি করুন WiFi নেটওয়ার্ক
আপনার ল্যাপটপ দিয়ে নিজেই হয়ে যান WiFi HotSpot এর মালিক
এবার আপনি যে নামে WiFi HotSpot বানাতে চান, WiFi Name এ সেই নাম দিন।

এরপর Password এ আপনার Password দিন যেটা আপনার WiFi HotSpot ব্যবহারকারীরা লগিন করার জন্য ব্যবহার করবে।

এবার আপনি আপনার ল্যাপটপে যে টাইপের ইন্টারনেট ব্যবহার করেন সেটার উপর ভিত্তি করেInternet অপশন নির্বাচন করতে হবে। আপনি যদি Broadband/Dial Up ব্যবহার করেন তাহলে Local Area Network নির্বাচন করুন।
এবার Start HotSpot বাটনটা চাপুন।

এবার আপনি আপনার অন্য যে ল্যাপটপে অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করবেন সেখানে WiFi সার্চ করে আপনার WiFi HotSpot নির্বাচন করে Password দিয়ে লগিন করে প্রবেশ করুন ইন্টারনেট এর দুনিয়াতে।

*ডেস্কটপ wifi device ডেস্কটপে থাকতে হবে

Thursday, August 22, 2013

বিয়ের অনুষ্ঠানের জন্য জনপ্রিয় গানগুলি খুজছেন – এই পোষ্টটি দেখতে পারেন । [মিডিয়াফায়ার লিংক]

এক সময় বিয়ে মানেই সেই অনুষ্ঠানে সানাই বাজত। গ্রামে গঞ্জের বিয়েতে এখনো সানাই বাদকের কদর রয়েছে। যুগের চাহিদায় শহুরে বিয়েতে সেই সানাইয়ের বদলে এখন ডিস্ক জকি (ডিজে), ব্যান্ড পার্টি জায়গা করে নিয়েছে। এখন ব্যান্ডের বাদ্যবাজনা ছাড়া বিয়ের কথা কল্পনাই করা যায় না। তবে অনেকে কেই চান সামাজিক ভাবে বিবাহ করতে । সেখানে ত আর ডিজে গান চলে না । তখন অবশ্যই প্রয়োজন আমাদের দেশের সেই সামাজিক সংস্কৃতির গান গুলো যা আজ আমি আপনাদের জন্য সংগ্রহ করে আনলাম । গ্রাম গঞ্জের বিয়ে গায়ে হলুদে বাজানো সেই গানগুলি নিয়ে আজকের এই পোষ্ট ।
নিচ থেকে গানের নাম গুলো পছন্দ করুন আর ডাউনলোড করুন ।
  1.  আইছে দামাদ সাহেব হইয়া
  2. আইলোরে নয়া দামাদ
  3. আজ আমার বুবুর বিয়েরে
  4. আজ মধুর রাত আমার ফুলশয্যা
  5. বাজাও ঢোল বাজাও সানাইবিয়ের সাজুনী সাজো
  6. বিয়ে হবেরে বিয়ে
  7. বধু বেশে কবে তোমায়
  8. বন্ধু তোমার বরাত নিয়ে
  9. দামাদেরা সাত ভাইদাও গায়ে হলুদ
  10. ঢোল বাজে আর মাইক বাজে
  11. এমন মজা হয়না
  12. গায়ের মাইয়াগো ছাইড়া
  13. হাতে ওইনা ঝোড় বেন্ধে
  14. হরা না হরি
  15. হলদি মেখে
  16. হলুদ বাট মেহেদী বাট
  17. ইনগুল বিনগুল করে
  18. আজ ময়নার গায়ে হলুদ
আজকের এই পোষ্টটিতে দেয়া গানের লিংক গুলো এখন ৯৯.৯৯% জনের প্রয়োজন নাও হতে পারে । আর যখন দরকার হবে তখন হয়তবা হন্ন হয়ে খুজবেন । সুতরাং আগে থেকেই সংগ্রহ করে রাখুন । আর মিডিয়াফায়ারের লিংক কিছু দিন পড় অকেজো হয়ে যায়,তাত ভাল করেই জানেন । সুতরাং সংগ্রহ করুন তারতারি ।
কষ্ট করে পোস্টটি ভিজিট করার জন্য আন্তরিক ভাবে ধন্যবাদ।।
ফেসবুক পেজে আমন্ত্রণ রইলো : -www.facebook.com/goodworkbd
আপনাদের জন্য শুভ কামনা রইলো

Wednesday, July 31, 2013

যেকোনো ছবিকে কথা বলান – প্রাণহীন ছবিকে প্রাণ দিন – CrazyTalk v4.0 Media Studio এর সম্পূর্ণ টিউটোরিয়াল

CrazyTalk v4.0 Media Studio
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম
আমি আজ আপনাদের CrazyTalk v4.0 Media Studio এর একটি প্রোজেক্ট করে দেখাব … যাতে আপনি একটি ছবিকে নিমিষেই কথা বলাতে পারেন ।
প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
Download
Serial Key: 4071988301269

CrazyTalk v4.0 Media Studio
স্বাভাবিক ইন্সটল … টাই আর দেখালাম না … তাহলে চলুন শুরু করি … সফটওয়্যার
টি ওপেন করুন …

স্টেপ ১ : যে ছবিটিকে কথা বলাবেন তা বাম পাশের মেনু Import Image থেকে সিলেক্ট করুন ।
2

স্টেপ ২ : এবার Image Processing উইন্ডো খুলবে এখান থেকে ছবিটির Crop, Rotate, Color Balance ঠিক করে Next ক্লিক করুন ।
3

স্টেপ ৩ : এবার Auto-Fit Anchor Points থেকে চোখ ও ঠোট সিলেক্ট করুন (ডান পাশে উদাহরণ দেয়া আছে) এবং OK ক্লিক করুন ।
4

স্টেপ ৪ : এবার ফুলস্ক্রীন ওপেন হবে । এখন Detailed Facial Mode  (লাল চিহ্ন দেওয়া) থেকে চোখ, ঠোট এবং সম্পূর্ণ মুখটাতে পয়েন্টগুলু টেনে ঠিক করে নিন ।
5

স্টেপ ৫ : এখন Advenced Facial Settings এ ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী Eyes, Teeth, Mouth & Lips সিলেক্ট করে OK প্রেস করুন ।
6

স্টেপ ৬ : এবার ভয়েস লাগানুর পালা । এজন্য Script এ ক্লিক করুন এবং নিচের মেনুর Sound Recorder থেকে ভয়েস রেকর্ড করে দিতে পারেন অথবা Import WAV File থেকে যেকোনো সাউন্ড সিলেক্ট করে দিতে পারেন । (এখানে WAV File দেওয়ার জন্য যেকোনো কনভার্টার ব্যাবহার করে নিতে পারেন ।) এখানে আমি Import WAV File দিয়ে তারই কণ্ঠ সেট করে দিয়েছি ।
7

স্টেপ ৭ : এবার আমাদের এই ভিডিওটা আউটপুট করতে হবে । এখানে পাঁচটি অপশন দেওয়া আছে কিভাবে আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে চান । Messenger, Greeting, Web, Media, Mobile । আমি Media সিলেক্ট করেছি ; Format থেকে অন্য ফরম্যাটে এক্সপোর্ট করতে পারেন, আমি AVI File রেখেছি ; তারপর Use Full Image সিলেক্ট করে নিবেন যাতে সবটা ছবি থাকে এরপর Export বাটনে ক্লিক করুন । Save As উইন্ডো খুলবে এখানে ফাইলটির নাম এবং কোথায় সেভ করবেন সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন এবার আরও দুইটা উইন্ডো খুলবে তাতে OK প্রেস করুন । আপনার কাজ শেষ ।
8

এবার ভিডিওটি যেখানে সেভ করেছেন সেখান থেকে ওপেন করুন । দেখুন মজা … :D
এখানে আমি আমার ভাতিজির (মাহিয়া) ছবি দিয়ে আপনাদের শিখেয়েছি … ভিডিওটা দেখতে পারেন এখান থেকে ।
টিউটোরিয়ালটি একদম সহজ করে লিখেছি এবং সাথে সাথে প্রত্যেকটি স্টেপের স্ক্রীনশট দিয়েছি যাতে কারও বুঝতে অসুবিধে না হয় । তারপরও কোনো সমস্যা থাকলে মন্তব্য করুন ।

Wednesday, July 17, 2013

আসুন ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটিকে অবশিষ্ট 181 দিনের জন্য লাইন্সেস করি…।

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা পোষ্ট শেয়ার করব। উপরের শিরোনাম থেকে বুঝতে পেরেছেন আজ কি নিয়ে আলোচনা করব।ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির নাম প্রায় অনেকেই শুনেছেন নতুন করে বলার কিছুই নাই। যারা ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটির ট্রাইল ভার্সন ব্যবহার করতাছেন তাদের জন্য আজকের এই পোষ্ট। আশা করি আপনাদের ভাল লাগবে। কারো ট্রাইল মেয়াদ খুব কাছাকাছি চলে এসেছে তাদের চিন্তার কোন কারন নাই। ক্যাসপারস্কি এর লাইন্সেস এক বছরের জন্য দেয় সেইটা আমরা সবাই জানি। ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ এর লাইন্সের বাকী আছে ১৮১ দিন। আর ১৮১ দিন এর লাইন্সেস আমি আপনাদের করে দিব। তাহলে আসুন কিভাবে করব তা জানা যাক। খুব সর্তকের সহিত পোষ্টটা পড়বেন। না হলে সম্যাসা হবে।আগে লিঙ্ক থেকে এই জিনিসটা নামিয়ে নিন মাত্র ৬ কেবি।

                                 DOWNLOAD LINK


এইবার ডাউনলোড করার পর এক্সট্রাট করে নিন পার্সওয়াড দিন”nirjon”। তারপর নিচের চিত্রের ন্যায় করুনঃ
           kas
উপরের চিত্রের ন্যায় Licensing এ কিল্ক করুন। তারপর নিচের চিত্রের ন্যায় একটা উইন্ডো অপেন হবে।
            kas4
Enter activation code এ কিল্ক করুন। তারপর নিচের চিত্রের ন্যায় একটা নতুন উইন্ডো ওপেন হবে।
            kas1
Enter activation Code এ লিখুন এই জিনিসটা”2222 2222 2222 222U”লিখুন অব্যশই নেট কানেকশন অপ রাখবেন। এইটা দেওয়ার পর আপনার কাজ আর একটু বাকী আছে। প্রথম যে ফাইলটা ডাউনলোড করেছেন তার এখন দরকার আছে আপনার। একটিভ করার পর নিচের চিত্রের ন্যায় একটা উইন্ডো ওপেন হবে।
            kas2
Browse এ কিল্ক করে যে ফাইলটা ডাউনলোড করেছেন তাতে যান গিয়ে দেখুন সাতটা ফাইল দেওয়া আছে। তার মধ্য থেকে আপনি যেকোন একটা সিলেক্ট করুন তারপর Next বাটনে প্রেস করুন। কথাটা ঠিক বুজাতে পারলাম না। আপনি ব্রাউজ বাটনে কিল্ক করার পর একটা উইন্ডো ওপেন হবে আর আপনি ডাউনলোড করা ফাইলটা যেখানে রেখেছেন সেখানে যান এবং যেকোন একটা ফাইল সিলেক্ট করুন। অব্যশই আপনার নেট কানেক্ট অপ থাকতে হবে বিশেষ সর্তক। কাজ হলে এইবার দেখুন এই রকম হবে।
            Capture
প্রথম ছিল দুই দিন আর এখন ১৮১ দিন। আশা করি আপনার খুশি এই রমজানে। যদি কোন জাগায় বুঝতে অসুবিধায় হয় কমেণ্ট করতে ভুলবেন না। পোষ্টটা অনেক বড় করে ফেলেছি চিত্র দিয়ে ভুল হলে মাফ করবেন। আমার পরিশ্রম তখনই সার্থক যখন আপনার কাজে লাগবে বা আপনার ১৮১ দিন লাইন্সেস হয়েছে। আমার জন্য দোয়া করবেন।  আবার আসব অন্য কোন এক পোষ্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন এই কামনায় বিদায়। আল্লাহ হাভেজ।

Tuesday, July 16, 2013

কোথায় কি পাসওয়ার্ড দিয়েছেন মনে থাকছে না!!!!!! এটা তাদের জন্য !!!! না দেখলে চরম মিস!!!

সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নিবেন । আশা করি ভাল আছেন । এটা আমার প্রথম পোষ্ট । জানি না কেমন হবে। ভুল হলে ক্ষমা করবেন। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কি বলতে যাচ্ছি। তো শুরু করা যাক । আমরা অনেকে অনেক জায়গায় একাউন্ট খুলে থাকি কিন্তু সবগুলো পাসওয়ার্ড প্রথম দিকে মনে থাকলে ও কি কিছু দিন পর থাকে না। তাছাড়া এটা ইউস করলে আপনি কোথায় কোথায় একাউন্ট খুলছেন তা ও দেখতে পারবেন। আর এর কিছু সুবিধা জনক ফিচার রয়েছে ।

2013-07-17_003116
১। সব পাসওয়ার্ড অটো সেভ হবে।
২। এক ক্লিকেই লগিন হয়ে যাবে।
৩। আপনি মনে করেন অনেক গুলু ফেইসবুক একাউন্ট ইউস করেন একটা লগ আউট করার পর আপনার সব গুলু একাউন্ট শো করবে। এক ক্লিকেই লগিন হয়ে যাবে
৪। আর আপনি ছাইলেই নিজের মত করে ও পাসওয়ার্ড সেব করে রাখতে পারেন।
৫।সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যত গুলু ব্রাউসার ইউস করেন না কেন সব যায়াগায় আইডি এন্ড পাস লিখতে হবে না । জাস্ট পাসওয়ার্ড বক্স এ লগিন করলে হবে।
এটা আসলে একটা এড অন্স সকল ব্রাউসার এর জন্য প্রযোজ্য।
2013-07-17_003038
তো ডাউনলোড করে নিন এখান থেকে
আমি নতুন তাই ভুল হলে ক্ষমা করবেন।