Saturday, May 17, 2014

নিজের নামে তৈরি করুন ফেইসবুকের ইমো (সাথে আরো অনেক কিছু)


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমারা অনেকেরই Facebook ফেইসবুক একাউন্ট আছে, এবং অনেক বন্ধু ও আছে অনেক সময় বন্ধুদের সাথে Chat করি। Chat করার সময় বন্ধুকে নিজের নামের ইমো পাঠিয়ে দিয়ে মজা করুন, তো এই ইমো কিভাবে তৈরি করবেন সে নিয়ম আজকে আমি আপনাদের শিখাবো।
(১) প্রথমে এখানে ক্লিক করুন তাহলে নিচের মত একটি বক্স আসবে।
01
এবার আপনি যে নামের ইমো তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি আমার নাম লিখলাম আপনারা যে কোন নাম লিখতে পারেন। তারপরGenerate Facebook chat/message code এ ক্লিক করুন । তাহলে আপনার নামের কিছু ইমো কোড দেখতে পাবেন এবার এ কোড গুলো ফেসবুক মেসেজ বক্স এ পেষ্ট করুন আর দেখুন মজা।
(২) লেখাকে বিভিন্ন স্টালে পরিণত করে হলে এখানে ক্লিক করুন। তাহলে একটি বক্স আসবে নিচের মত।
03
এবার যে লেখাকে স্টালে তৈরি করবেন Type Your Text Here বক্স-এ লিখুন আমি Techtunes লিখলাম আপনারা যে কোন লেখা লিখতে পারেন। তারপর একটি স্টালে ক্লিক করুন আর দেখন কেমন হয়েছে আপনার লেখার স্টাইল।
৩) আর লেখাকে এনিমেটর করতে হলে এখানে ক্লিক করুন।
02
তাহলে একটি বক্স আসবে এবার এখান থেকে যে কোন একটি ইফেক্ট উপর একটি ক্লিক করুন। এবার Design Your Logo বক্স-এ যে লেখাকে ইফেক্ট দিতে চান লিখুন।
04
আর দেখুন কেমন হয়েছে আপনার লেখার ইফেক্ট।
পরিশেষে সেভ করে রাখুন।
05
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।
পূর্বে প্রকাশিত এখানে 

ফেসবুক থেকে মন্তব্যঃ