Friday, November 16, 2012

এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)

বর্তমান সময়ের একটি জনপ্রিয় মিডিয়া প্লেয়ার হলো ভিএলসি মিডিয়া প্লেয়ার। এটি ফ্রিওয়্যার, ওপেনসোর্স ও ক্রস-প্লাটফর্ম সফটওয়্যার। এটি আমার সবচেয়ে প্রিয় মিডিয়া প্লেয়ার। এটি আমার প্রিয় কারণ শুধুমাত্র এর ফিচার সমূহের জন্য। আপনাদেরকে আজ আমি এই ভিএলসি মিডিয়া প্লেয়ারেরই কয়েকটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা হয়ত অনেকেরই অজানা।

যে কোন ভিডিওর স্ন্যাপশট নিন

ভিএলসি প্লেয়ারে খুব সহজেই যে কোন ভিডিওর স্ন্যাপশট নেওয়া যায়। এজন্য মেনুবার থেকে Video > Take Snapshot এ ক্লিক করুন। আপনার স্নাপশট নেওয়া ছবিটি My Picture ফোল্ডারে সেভ হয়ে থাকবে।
snapshot এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)

অডিও/ভিডিও ফাইল কনভার্ট করুন

আপনি জানেন কি যে VLC প্লেয়ার অডিও ভিডিও কনভার্টার হিসেবে কাজ করে? যে কোন ভিডিওকে (আপনি চাইলে অডিও ফাইলও  কনভার্ট করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
এজন্য প্রথমে মেইন মেনুর Media থেকে Convert/Save এ ক্লিক করুন।
convert+1 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
এখান থেকে Add এ ক্লিক করে যে ভিডিও/অডিও ফাইল কনভার্ট করবেন তা Add করুন।
convert+2 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
এরপর Convert/Save বাটনে ক্লিক করুন। নিচের মতো উইেন্ডা দেখতে পারবেন।
convert+3 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
এখানে Destination file: এর ঘড়ে Browse করে আপনি কনভার্টকৃত ফাইলটি কোথায় সেভ করবেন তা দেখিয়ে দিন। এবার Profile এর ডানপাশের ড্রপডাউন মেনু থেকে আপনি কোন ফরমেটে কনভার্ট করবেন তা নির্ধারণ করুন। উপরের ছবিতে গোল চিহ্ণিত অংশটিতে ক্লিক করে আপনি অ্যাডভান্সড সেটিংস পাবেন। আপনি যদি নির্দিষ্ট রেজুলেশনে কনভার্ট করতে চান তাহলে ঐ আইকনটিতে ক্লিক করুন। এরপর যে উইন্ডো আসবে তা থেকে Video Codec ট্যাবে যান। তাহলে নিচের মতো দেখতে পারবেন।
convert+4 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
এখানে আপনার কাঙ্খিত Height এবং Width দিয়ে Save করুন। তাহলে পুনরায় পূর্বের উইন্ডোতে ফিরে যাবেন। এখান থেকে Start এ ক্লিক করলে কনভার্ট করা শুরু হবে। তখন VLC প্লেয়ার নিচের মতো দেখতে পারবেন।
convert+5 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) এই উইন্ডোটি বন্ধ করবেন না। কনভার্ট না হওয়া পর্যন্ত চালু রাখুন। আপনার সেটিংস এর উপর নির্ভর করে কনভার্ট করার সময় নির্ভর করবে।

কাস্টম স্কিন দ্বারা ভিএলসি প্লেয়ারকে সাজান

ভিএলসি প্লেয়ারের একঘেয়ামী লুক আর ভালো লাগে না আপনার? তাইলে ভিএলসি প্লেয়ারের জন্য স্কিন ডাউনলোড করুন আর দিন পছন্দমত লুক। কাস্টম স্কিন ব্যাবহারের জন্য Tools > Preferences এ যান। এরপর Interface Settings এর Look and feel গ্রুপে Use custom skin রেডিও বাটনে ক্লিক করুন। এরপর সেভ করুন।
skin+1 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) দেখুন স্কিন চেঞ্জ হয়ে গেছে। না দেখতে পেলে ভিএলসি প্লেয়ার রিস্টার্ট করুন icon biggrin এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) । আপনি যদি এই স্কিনে সন্তুষ্ট না হন তাহলে ভিএলসির স্কিন ওয়েবসাইট থেকে আপনার পছন্দমতো স্কিন ডাউনলোড করে নিন। এইডার ঠিকানা দেওয়া লাগবে কি? আচ্ছা যান এইখানে ক্লিক করুন icon razz এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
vlc+skin এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) এগুলোর একটাও পছন্দ হচ্ছে না? তাইলে কি আর করা। এইখান থেকে VLC Media Player Skin Editor ডাউনলোড কইরা নিজেই নিজের স্কিন বানায় নেন।
আর ও হ্যাঁ কাস্টম স্কিন সেট করার জন্য Tools > Preferences থেকে Use custom skin এ ক্লিক করে Skin source file: এর পাশের Choose…  বাটনে এ ক্লিক করে আপনার ডাউনলোডকৃত/তৈরীকৃত স্কীনটি দেখিয়ে দিন।

ভিএলসিতে শুনুন অনলাইন রেডিও

আপনি আপনার ভিএলসি প্লেয়ার দিয়েই অনলাইন রেডিও শুনতে পারবেন। এজন্য শুধু স্ট্রিমিং লিংকের প্রয়োজন হবে। প্রথমে আপনার কাাঙ্খিত রেডিওর স্ট্রিমিং লিংকটি কপি করে নিন। এরপর ভিএলসি চালু করে Ctrl + V (অথবা Media > Open location from clipboard) চাপুন। নিচের মতো আসলে Play বাটনে ক্লিক করে শুনতে থাকুন অনলাইন রেডিও।
radio+url এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট)
রেডিওর স্ট্রিমিং লিংকগুলো এই মুহুর্তে আমার কাছে নেই। তবে আমার তৈরীকৃত বাংলা রেডিওর একট্ প্লেলিস্ট আপলোড করে দিলাম এটা ডাউনলোড করে আপাতত রেডিও শুনুন। ফাইলটি ডাউনলোড করে ভিএলসি প্লেয়ার দ্বাড়া ওপেন করুন। প্লেলিস্টের রেডিও লিস্ট দেখার জন্য View > Playlist এ ক্লিক করুন। তাহলে নিচের মতো দেখতে পারবেন।
radio এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) এখান থেকে যে স্টেশন শুনতে চান তাতে ডাবল ক্লিক করে শুনুন।

অনলাইন রেডিও রেকর্ড করুন

এতোক্ষণ জানলাম কিভাবে অনলাইন রেডিও শুনতে হয়্। এবার চলুন জানি কিভাবে অনলাইন রেডিও রেকর্ড করবেন। প্রথমেই আপনার প্লে বাটনের পাশে রেকর্ড বাটন যুক্ত করা প্রয়োজন। এজন্য Tools > Customize Interface এ ক্লিক করুন।
এখানে দেখুন Advanced widget toolbar অংশে Record বাটন আছে। এটিতে ক্লিক করে টেনে এনে Line 2 এর প্লে বাটনের পাশে রাখুন। তাহলে Line 2 দেখতে এরকম হবে।
record+2 এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) এরপর Close বাটনে ক্লিক করে বের হয়ে এসে দেখুন প্লে বাটনের পাাশে একটি রেকর্ড বাটন যুক্ত হয়েছে। এখন আপনি যখন কোন অনলাইন রেডিও শুনবেন তখন এই Record রেকর্ড বাটন চাপলে রেডিও রেকর্ড হতে থাকবে। পুনরায় রেকর্ড বাটন চাপলে রেকর্ড করা বন্ধ হয়ে যাবে। এই অডিও রেকর্ড হবে mp3 ফরমেটে। আর সেভ হবে My Music ফোল্ডারে।
এই একই কাজ আপনি কিন্তু ভিডিও রেকর্ডের ক্ষেত্রেও ব্যাবহার করতে পারবেন। ভিডিও রেকর্ড করে দেখুন কি ঘটে

ভিডিও কে ASCII আর্টে রূপান্তর করুন

সবার শেষে চলুন একটু মজা করি। VLC প্লেয়ার দিয়ে যে কোন ভিডিওকে ASCII আর্টে রূপান্তর করতে পারবেন। ASCII আর্ট হলো কতোগুলো ক্যারেক্টারের সমন্বয়। এটা আসলে পয়েন্টলেস কিন্তু মূল উদ্দেশ্য মজা পাওয়া। তো এই মজা পাওয়ার জন্য Tools > Preferences এ ক্লিক করুন।
এবার যে উইন্ডো আসবে তা থেকে বাম পাশের Video তে ক্লিক করুন। এবার ডানপাশ হতে Output (Display সেকশনে) হিসেবে Color ASCII art video output সিলেক্ট করুন। এরপর Save করে বেরিয়ে আসুন।

এবার যে কোন ভিডিও প্লে করলে ASCII art হিসেবে দেখতে পারবেন। এই কাজটি আপনি আপনার বন্ধুর কম্পিউটারে করে মজা নিতে পারেন। বলতে পারবেন যে “দোস্ত তোর কম্পিউটার মনে হয় নষ্ট হয়ে গেছে icon biggrin এবার হয়ে যান ভিএলসি মিডিয়া প্লেয়ারের মাস্টার (মেগা পোস্ট) ”। তবে মজা শেষ হলে Output Default করে দিতে ভুলবেন না।

কয়েকটি প্র্রয়োজনীয় শর্টকাট

f = ফুলস্ক্রীন
z = জুম মোড
space = প্লে / পজ
s = স্টপ
a = অ্যাস্পেক্ট রেশিও চেঞ্জ
Shift + Left / Right = Fast Forward (very slow)
Alt + Left / Right  =  Fast Forward ( slow )
Ctrl + Left / Right = Fast Forward (long)
Ctrl + Up / Down = Volume up/down
M = Mute
T = স্ক্রীণে বর্তমান সময় ও আর কতো বাকি আছে তা প্রদর্শন
g = Decrease subtitle delay
h = Increase subtitle delay
দেখলেন তো একটি মিডিয়া প্লেয়ার আর কতো সুয়োগ সুবিধা ! তাই এখনও যারা এই প্লেয়ারটি সংগ্রহ করেননাই তারা এখান থেকে অথবা এখান থেকে সংগ্রহ করে নিন। আর হ্যাঁ, কোথাও কোন সমস্যা থাকলে কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।
সুত্রঃ টেকপ্রযুক্তি তবে কপি পেস্ট নয়

সফটওয়্যার ডাউনলোড করুন মাউস কার্সর পরিবর্তন করুন।

এটি আমার প্রথম পোস্ট। আশা করি সবার ভাল লাগবে। আর কোণ প্রকার ভুল হলে আমাকে ক্ষমা করবেন।
আমরা সবসময়ই আমাদের কম্পিউটারকে সুন্দর করতে চেস্টা করি। আমি রং বে রং এর নানা ধরনের ছবি ব্যবহার করি। আমরা নানা প্রকার আইকন ব্যবহার করি। এছাড়াও আমরা চেস্টা করি আমাদের কম্পিউটারের মাউস কার্সর পরিবর্তন করতে। ব্যবহার করি নানা প্রকার ঝামেলাকর সফটওয়্যার। এতে বিরিক্ত ছাড়া আর কিছুই লাগে না। তাই বন্ধু আজ আমার আশার একটাই কারণ। আমি আজ এমন একটি সফটওয়্যার নিয়ে আসলাম যা ব্যবহারে মাধ্যমে আমারা আমাদের কম্পিউটার এর সুন্দর্য অনেক বারাতে পারি। এটি ব্যবহারে কম্পিউটার Slow হয় না। RAM ও তেমন খরচ হয় না। এটিতে ডিফল্ট কিছু কার্সর দেওয়ারও থাকে। 
তবে চলুন দেখি কিভাবে সফটওয়ারটি নিজের করে নিতে পারি। 
আমি আজ যে সফটওয়্যার নিয়ে আলোচনা করবো সেটি হয়তো অনেকেই চেনেন। এই সফটওয়্যার এর নাম CusorFX . এটির ব্যবহার অনেক সহজ এবং দেখতে অনেক সুন্দের এবং এর মাউস কার্সরগুলোও অনেক সুন্দর হয়। চলুন দেখি CusorFX এর একটি Screen Shot.
এবার মাউস কার্সর এর কিছু Screen shot দেখে নিনঃ



এছাড়াও আপনি এদের ওয়েবসাইট থেকে নিজের পছন্দমত কার্সর ডাউনলোড করে নিতে পারবেন। তবে চলুন এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেই। 
ডাউনলোড লিংক 
ভাল লাগলে অবশ্যই শেয়ার ও লাইক করতে ভুলবেন না।

Download করুন বাংলা ভয়েস ক্লক ও আজান টাইমিং দারুন একটি Software সাইজ মাএ ৬২৮ KB

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো থাকুন এটাই আমার কামনা। আজ কে আমি একটি মজার বিষয়ে টিউন করবো, আশা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে।আমি techtunes পরিবারের একজন নতু্ন টিউনার আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রাথী। টিউনে আমার কোথাও ভুল হলে আমাকে ক্ষমার দৃষি্টতে দেখবেন।আজ আমি আপনাদের মাঝে ছোট একটা  software নিয়ে এসেছি। এর নাম  BANGLA VOICE CLOCK  ।  এর  Size মাএ ৬২৮ KB  ।  এটি ১৫ মিনিট পর পর বাংলাই সময় বলে দেয়। এই SOFTWARE দ্বারা আপনারা  আজানের সময় সুচি সেট করে আজান দেয়া তে পারবেন। SOFTWARE টি এখান থেকে   Full Version
করুন ।
ডাউনলোড হয়ে গেলে Software টির উপর ডাবল  Click করে  Next দিয়ে Install এ click করে Install করি
 আজান টাইম সেট করতে  বাংলা ভয়েস ক্লক এর মুল মেনুতে যেয়ে
নিম্ন লিখিত ধাপ অনুসরন করতে হবে।
BANGLA VOICE CLOCK MENU—TOOLS—-AZAN—SET AZAN  TIMING
এখানে খালি ঘর গুলোতে আজানের সময় বসাই দিলেই আপনার সেট করা সময় অনুযায়ী আজান দেবে ।
আপনারা সবাই ভাল থাকবেন ।
টিউনে কোথাও সমস্যা থাকলে বা হলে আমাকে Comment  করতে ভুলবেন না ।
আল্লাহ হাফেজ

নিনে নিন নতুন Internet Download Manager 6.12 Build 25 Licence সহ এবং মিডিয়াফায়ার লিঙ্ক।

আসসালামু আলাইকুম। ফ্রেন্ড গুরু  পেজের সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।আজ আপনাদের এমন একটির সাথে পরিচয় করিয়ে দেব জার নাম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ।আপনারা জানেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কাজ কি।তবে নতুন Internet Download Manager বের হয়েছে।আজ যেটি দেব  এটি patch+crack. তারপরও যারা জানেনা তাদের জন্য কিছুটা বননা দেয়।
Internet Download Manager এর মুখ্য বৈশিষ্ট্য:
  1.  ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সব ইন্টারনেট, AOL, এমএসএন, অপেরা, ফায়ারফক্স, আভান্ট ব্রাউজার সহ জনপ্রিয় ব্রাউজার সমর্থন করে।
  2.  ডায়নামিক সেগমেন্টেশন এবং পারফরমেন্স.
  3. এক ক্লিকে ডাউনলোড সহজ. আপনি যখন একটি ব্রাউজারে ডাউনলোড লিঙ্ক ক্লিক করুন, IDM উপর ডাউনলোডের নিতে এবং এটি ত্বরান্বিত হবে. IDM সেটির HTTP, FTP, HTTPS এবং এমএমএস প্রোটোকল সমর্থন করে।
  4. YouTube-এ ধান্দাবাজ লোক আছে IDM এর সাহায্য YouTube-এ, MySpaceTV, এবং Google ভিডিও মত জনপ্রিয় সাইট থেকে FLV ভিডিও নিয়ে দখল করে নিতে পারেন আপনার সাইট এর জন্য।
  5. স্বয়ংক্রিয় অ্যান্টিভাইরাস চেক. অ্যান্টিভাইরাস পরীক্ষা করে আপনার ডাউনলোডসমূহ ভাইরাস এবং trojans থেকে মুক্ত, ইত্যাদি।
নামঃ Internet Download Manager 6.12 Build 25 crack+patch | 4.6 MB

যদি কেও আরো ডাউনলোড লিঙ্ক চান তবে নিচের ওই সাইট এ আছেঃ rapidshare,uplodaed,extabit ইত্যাদি।
এছাড়াও আরো দেখতে পারেনঃ http://filehunk. com/internet-download-manager-6-12-build-25-crackpatch/
ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আর একটা কথা আমি দেখছি আপনারা কনো কমেন্ট করেন না তাহলে আমি বুজব কি করে আপনাদের পোস্ট ভাল লাগছে।তাই বলছি কমেন্ট করবেন।

আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হিসেবে সেট করুন আপনারই ছবি। অর্থাৎ আপনি কম্পিউটার এর সামনে যান আর খুলে যাক আপনার…






“বিসমিল্লাহির রহমানির রহিম”
সফটওয়্যারটির নাম key lemon v. 2.6.1. সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসবে সেট রাখা। আপনি আপনার মডেল প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। মানুষ মানুষকে ভুলে গেলেও এই সফটওয়্যার আপনাকে ভুলবে না।
software টির বিশেষত্ব হলঃ
১. খুব দ্রুত আপনার face detect করতে সক্ষম।
২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই।
৩. কেউ যদি আপনার আগচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি।
৪. একই সাথে আপনি কয়েকজনের মডেল দিয়ে রাখতে পারবেন এবং শুধু তারা সামনে আসলেই কম্পিউটার আনলক হবে।
Key Lemon System requirements:
  • Operating systems:
    • Windows XP Sp2/Sp3
    • Windows Vista
    • Windows 7
  • Minimum hardware requirements:
    • Pentium 500 MHz (Recommended: Pentium 1GHz or greater)
    • 100 MB RAM (Recommended: 128 MB RAM or greater)
    • 50 MB hard drive space
    • USB webcam or integrated webcam (laptop)

এই সফটওয়্যার টির ডাউনলোড লিঙ্কটি 4shared.com এ দেওয়া। এখান থেকে ডাউনলোড করতে গেলে আপনাকে সাইন আপ করতে বলবে। যেটা হয়ত অনেকের জন্য ঝামেলা হবে। তাই আমি আপনাদের সুবিধার জন্য আগে থেকেই sign up করা একটি ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা এই   ইমেইল ও পাসওয়ার্ড এর অপব্যবহার করবেন না।
  • email: afikur_help@ovi.com
  • pass: afikur12345
Windows 7 ও vista ইউজার্স সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
Windows XP ইউজার্স সফটওয়্যারটিডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
যেভাবে ডাউনলোড করবেন-
১.প্রথমে লিঙ্কটি তে ঢুকুন। তারপর ডানপাশে sign in এ ক্লিক করুন ও তারপর email ও password দিন। দেখবেন আমার দেওয়া অ্যাকাউন্ট এ ধুকে গেছে। tab টি ক্লোজ না করে  আপনি আবার আমার দেওয়া এই লিঙ্ক টা তে ক্লিক করবেন। এরপর ডাউনলোড এ ক্লিক করবেন। ২০সেকেন্ড অপেক্ষা করার পর আপনার কাঙ্ক্ষিত ডাউনলোড শুরু হবে। খুবই সহজ কাজ। যাদের ঝামেলা মনে হবে তাদের বলি ভালো জিনিস ফ্রী তে পেতে এতটুকু কষ্ট তো আপনাকে করতেই হবে।

সেট আপ করবেন যেভাবেঃ
১. উইন্ডোজ ৭ ইউজারদের কোন ঝামেলা নেই সেট আপ করুন তারপর নিজের মডেল অ্যাড করুন। তারপর থেকে নির্দিধায় ব্যবহার করুন।
২. উইন্ডোজ এক্সপি ইউজাররা প্রথমে সেট আপ করুন তারপর crack ফাইলটি setup directory তে পেস্ট করুন। পেস্ট করতে গেলে রিপ্লেস কর্তে বলবে। নির্দিধায় রিপ্লেস করে দিন। আর তারপর আজীবন ব্যবহার করুন।

Wednesday, November 14, 2012

পিসি ঠিকঠাক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেটা হল এন্টিভাইরাস


আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।
পিসি ঠিকঠাক রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা সেটা হল এন্টিভাইরাস। এ এন্টিভাইরাস আমাদের পিসিকে সুস্থ ভাবে চলাচল করতে সহায়তা করে। কম্পিউটারের সুরক্ষার জন্য AVG Anti-Virus এর বিকল্প নেই।
নামঃAVG Free Edition 2013.0.2793 (32-bit)


AVG সম্পরকে নতুন করে বলার কিছু নেই । আজকে আমি শুধু এর নতুন ভার্সন সম্পর্কে একটু বিস্তারিত বলবো । যা যা রয়েছে নতুন এই ভার্সন -এ
AVG Anti-Virus Free has these following features:
  1. Award-winning antivirus and antispyware
  2. Real-time safe internet surfing and searching
  3. Quality proven by 80 million of users
  4. Easy to download, install and use
  5. Protection against viruses and spyware
  6. Compatible with Windows 7, Windows Vista and Windows XP
AVG Anti-Virus Free Edition is only available for single computer use for home and non commercial use.
This is the 32-bit version.

ডাউনলোড
ভুল হতেই পারে তাই বলছি ভুল হলে ক্ষমা করে দিবেন। আগামী দিন হাজির হব নতুন কোন সফটওয়্যার নিয়ে, ততদিন ভালো থাকবেন সুন্দর থাকবেন।আর ফুরতিতে থাকবেন।
কেমন লাগল কমেন্ট এ জানাবেন।




  ইতি  আপনাদের    রাসেল